শনিদেবের গোচর জ্যোতিষশাস্ত্রে বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। শনিদেব, বাকি গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলেন। ফলে শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাবই হোক বা নক্ষত্র পরিবর্তনের প্রভাবই হোক, সব রাশিতেই তা পড়তে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ইতিমধ্যেই শনিদেবের নক্ষত্র পরিবর্তন হয়ে গিয়েছে ২৭ ডিসেম্বর ২০২৪ এ। জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী সময়েও শনির একটি গোচর রয়েছে। আর তা হবে রাশি পরিবর্তন। এর প্রভাব সমস্ত রাশিতে পড়💦তে চলেছে। কবে এই রাশি পরিবর্তন হবে, আর তার প্রভাব কোন কোন রাশিতে পড়বে, দেখা যাক।
মেষ
শনির কৃপায় এই রাশির জাতক জাতিকারা আকস্মিক ধনলাভ করবেন। জীবনে দারুন খুশি আনন্দ আসবে। শনি বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন। তারফলে বিভিন্ন রকমের রোগ থেকে আপনি মুক্তি পাবেন। পরিশ্রমের ফল আপনি হাতেনাতে পাবেন। এরপর শনি যাবেন মীন রাশিতে। ফলে শনি, ব্যবসায়িক দিক থেকে বহু ধরনের লাভ দেবেন। তব🤪ে কিছু দিক থেকে শনির রাশি বদলের ফলে সাবধান থাকতে হবে।
( Shukradev Uday Astrology: কৃপা করবেন স্বয়ং শুক্র! চাকরি, ব্যবসায় তু🎶লকালাম উন্নতি ৩ রাশির)
মিথুন
এই রাশির জাতক জাতিকার জীবনে দারুন আননন্দ উচ্ছ্বাস আসতে চলেছে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। বৃহস্পতি যেহেতু বিবাহের কারক, তাই তার রাশিতে এই গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা নানান লাভ 🍌পাবেন। আপনার কাজকে লোকজন প্রশংসা করবেন। আপনার ওপর আসবে দায়িত্ব♌। শনিদেবের কৃপায় ব্যক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রমোশন পাবেন।
কন্যা
বৃহস্পতির নক্ষত্রে শনির প্রবেশের ফলে সব দিক থেকে সময় ভালো কাটবে। যদি নতুন বাড়ি, ঘর কেনার ইচ্ছে থাকে, তাহলে লাভ পাবেন। জমি, সম্পত্তি, গাড়ি, বা🅺ড়ি নেওয়ার ক্ষেত্রে শনিদেব দেবেন লাভ। এরসঙ্গেই নতুন ব্যবসা শুরু হবে। তার হাত ধরে পাবেন লাভ। কোনও নতুন কাজ শুরু করলে লাভ পাবেন। চাকরিতে নতুন নতুন স♛ুযোগ আসবে।
শনিদেবের গোচর কবে?
আসন্ন ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত শনিদেব থাকবেন কুম্ভ রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাশিতে। তারপর শনিদেব মীন রাশিতে প্রবেশ করে যেতে পারবেন।
(এই প্রতিবেদন মান্꧒যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )