সন্দেশখালিতে প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকা দিয়ে সন্দেশখালিতে অশান্তি বাঁধানোর অভিযোগ করলেন তিনি। শাহজাহানের নাম মুখে না নিলেও সন্দেশখালির মহিলাদের মমতার প্রশ্ন, আপনারা পিঠে বানাচ্ছেন তো?এদিন মমতা বলেন, ‘একটা কথা মনে রাখবেন। আমি কথা কম বলি। আমি আজেবাজে ভাষণ দিই না। কিন্তু আমি যেটুকু বলি, সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ, কটূ কথা বলার, কুৎসা করার, মিথ্যে বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি। তাই যেন ভবিষ্যতেও না হয়।’এর পরই সন্দেশখালির মহিলাদের মমতা প্রশ্ন করেন, ‘পিঠে পালো হচ্ছে মা বোনেরা? পৌষ পার্বন হচ্ছে? মেলা হচ্ছে? ইতু পুজো হয়ে গেছে? লক্ষ্মী পুজো হবে? নবান্ন হবে? সবাই ভালো থাকবেন। আর মিলে মিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা কেউ ডাকল আর চলে গেল সেটাও যাবেন না। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে… আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা। মিথ্যা বেশি দিন চলে না। মিথ্যেটা একদিন প্রকাশ পেয়ে যায়।’বলে রাখি, বছরের শুরুতে সন্দেশখালিতে গণঅভ্যুত্থানের পর সেখানকার তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় হিন্দু মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। অভিযোগকারীরা জানিয়েছিলেন, গভীর রাতে পিঠে বানানোর নাম করে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যেত শাহজাহানের বাহিনী। না গেলে জুটত অকথ্য অত্যাচার। এই ভয়ে বহু পরিবার নববধূদের এলাকায় রাখত না।