বাংলাদেশি দস্যুদের হাত থেকে ভারতীয় চাষির জমি উদ্ধার করল বিএসএফ। ঘটনা জলপাইগুড়ি জেলার নগর বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের। নিরঞ্জন সরকার নামে এক ভারতীয় কৃষকের প্রায় ১০ বিঘা জমি দখল করে প্রায় ১০ বছর ধরে চাষ করছিল বাংলাদেশের পঞ্চগড় জেলার দস্যুরা। সোমবার সেই জমি উদ্ধার করে সরকার পরিবারের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা।জানা গিয়েছে, ২০১৫ সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তাঁর ছেলে আনন্দ সরকারের সাড়ে তিন বিঘা জমি দখল করে নেয় বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধানপাড়ার দস্যুরা। তার পর থেকে প্রায় ১০ বছর ধরে চাষাবাদ করছিল তারা। নিরঞ্জন সরকার চলতি বছর বিএসএফের ৩৯ ব্যাটেলিয়ানে অভিযোগ জানান যে, বাংলাদেশিরা অবৈধভাবে তাঁদের জমি দখল করেছে। এরপরই বিএসএফের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেন। এ বিষয় নিয়ে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, বিএসএফ নিজেদের জমিকে, নিজেদের মাটিকে আগলে রেখেছে।তবে এই কাজে ভারত বাংলাদেশের সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি। বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়েছে।এখন সেই জমিতে বাংলাদেশের দস্যুরা আলু চাষ করেছেন, এবং ফসল ওঠানোর পর জমির মালিকরা তা ফেরত পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত-বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির বার্তা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফের সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্ত রক্ষী বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন তারা।