👍 সাধারণত রাস্তা ধোয়ার পাশাপাশি গাছপালা এবং ডিভাইডার ধোয়ার জন্য কলকাতা পুরসভার হাতে ইতিমধ্যেই রয়েছে একাধিক ওয়াটার স্প্রিঙ্কলার। এবার বিশেষ সুবিধাযুক্ত চারটি ওয়াটার স্প্রিঙ্কলার গাড়ি প্রস্তুত করেছে পুরসভা। এর মাধ্যম রাস্তা ধরা থেকে শুরু করে গাছপালা ধোয়া যাবে সহজেই। এক কথায় অল ইন ওয়ান ব্যবস্থা রয়েছে এই স্প্রিঙ্কলারে। এর মধ্যে রয়েছে ৩৬০ ডিগ্রিতে ঘুরতে সক্ষম বিশেষ স্প্রে গান। এই বিশেষ ওয়াটার স্প্রিঙ্কলারযুক্ত গাড়ি তৈরি করা হয়েছে পুরসভার নিকাশি বিভাগের তরফে।
আরও পড়ুন:🔥 শহরের দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ পরিবেশ দফতরের, পথ নামছে ২৬ ওয়াটার স্প্রিঙ্কলার
﷽ জানা গিয়েছে, কলকাতা পুরসভার কাছে বেশ কিছু পুরনো গাড়ি রয়েছে। সেই গাড়িগুলিকে পুনর্ব্যবহারযোগ্য গড়ে তোলে তাতে এই ধরনের ওয়াটার স্প্রিঙ্কলার বসানো হয়েছে। ইতিমধ্যেই গাড়িগুলির পরীক্ষা হয়েছে। গাড়িগুলি পরীক্ষার পর মেয়র ফিরহাদ হাকিম সন্তোষ প্রকাশ করেছেন। তারপরে গাড়িগুলি পুরসভার উদ্যান বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কলকাতা পুরসভার হাতে আগে থেকেই বেশ কয়েকটি ওয়াটার স্প্রিঙ্কলার রয়েছে। রাস্তা ধোয়ার গাড়ি বাতাসে জল স্প্রে করার জন্যও গাড়ি রয়েছে। তবে তাদের থেকে এই চারটি গাড়ি আলাদা বলে জানিয়েছেন মেয়র পারিষদ তারক সিং। তিনি জানান, এই গাড়ি দিয়ে সব কাজ একসঙ্গে করা যাবে। বহুদূরে গিয়ে জল স্প্রে করার জন্য এই গাড়িতে পাইপের ব্যবস্থা রয়েছে। যারফলে বহুদূরে গাড়ি দাঁড় করিয়ে পাইপ টেনে নিয়ে গিয়ে জল দেওয়া যাবে। প্রায় ৫০ ফুটের পাইপ রয়েছে এই গাড়িতে। এছাড়া একাধিক পাইপ লাগানো যাবে। ফলে গাড়ি থেকে কোনও দূরবর্তীস্থানে অনায়াসে জল নিয়ে গিয়ে স্প্রে করা যাবে। এছাড়াও রাস্তার ডিভাইডার বা ফুটপাটে উঁচু গাছে সহজে জল দেওয়া সম্ভব হবে এই গাড়ির সাহায্যে।