♐ ডিভোর্সের একটি মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট সম্প্রতি ট্রায়াল কোর্টের পরামর্শ দেওয়ার বিষয়টি একেবারেই মানতে পারেনি। ডিভোর্স সংক্রান্ত ক্ষেত্রে বিনামূল্যে উপদেশ দেওয়ার বিষয়টি একেবারেই মানতে পারেনি কলকাতা হাইকোর্ট। কোর্টের পর্যবেক্ষণ যে দম্পতি এই ডিভোর্স সংক্রান্ত মামলা লড়ছেন তাঁরাই ঠিক করবেন তাঁরা একসঙ্গে থাকবেন কি না। জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
ꦆ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, একটি মামলায় ট্রায়াল কোর্ট এক দম্পতিকে পরামর্শ দিয়েছিল ছেলের মুখ চেয়ে আপনাদের মধ্য়ে যে মতবিরোধ রয়েছে তা মিটিয়ে ফেলুন। একসঙ্গে থাকার চেষ্টা করুন। সেকারণে এই মামলাটা খারিজ করাটা উচিত।
🐷 তবে এবার হাইকোর্টের বেঞ্চ জানিয়েছে, এই ধরনের উপদেশ দেওয়া বন্ধ হওয়া দরকার। একমাত্র যে দম্পতিরা এই মামলায় লড়ছেন তাঁরাই সিদ্ধান্ত নেবেন তাঁরা একসঙ্গে থাকবেন কি না। জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিকে সম্প্রতি এই ডিভোর্স ꧋সংক্রান্ত একটা মামলায় বিশেষ রায় দিয়েছিল আদালত। কেউ যদি 'বারবার আত্মহত্যা করার হুমকি দেন, তাহলে সেটাও আদতে নিষ্ঠুরতা'। এক মামলা প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণের কথা জানিয়েছিল ছত্তিশগড় হাইকোর্ট। সেই মামলায় সংশ্লিষ্ট ব্যক্তির বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের আবেদন মঞ্জুর করেছিল আদালত। ওই ব্যক্তির স্ত্রীর আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।