সুস্থ হয়ে উঠছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনি আইপিএলে খেলতে পারবেন না সেটা আগেই জানা গেছিল। অস্ট্রেলিয়ায় হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁক൲ে পাওয়া যাবে না। গত বছরের শেষেই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এর জেরেই তিনি মাঠের বাইরে ছিটকে যান। লোয়ার স্পাইন সার্জারি হয় তাঁর। এরপর রিহ্যাব চলছি অজি তারকার।
বর্ডার গাভাসকর ট্রফিতে ক্যামেরন গ্রিন খেলতে পারেননি। ফলে তাঁর পরিবর্ত খুঁজতে গিয়ে অস্ট্রেলিয়া দল পড়েছিল বেশ সমꦡস্যায়। কারণ মিচেল মার্শকে সেই পজিশনে সুযোগ দেওয়া হলেও তিনি ব্যর্থ হয়েছি♚লেন। অর্থাৎ তিন নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করানোর চেষ্টা করা হয়েছিল মার্শকে দিয়ে, কিন্তু তিনি কোনওটাই ভালোভাবে পারেননি। আশা করা হচ্ছে চলতি বছরের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি খেলতে পারেন।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতে꧑ও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায়𝓀 এখন শুধুই ডার্বি
গ্রিনের ফেরার অপেক্ষায় অজিরা-
অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাই অপেক্ষাই করছে দলের মিডল অর্ডারের এই তারকা ক্রিকেটারের দলে ফেরার। আসলে অস্ট্রেলিয়া দলের অধিকাংশ ক্রিকেটারের বয়স ৩০র বেশি। ফলে ক্যামেরন গ্রিনের মতো তুলনায় যুব ক্রিকেটারদের দলে থাকা মানে, অস্ট্রেলিয়া দলের ভবিষ্যৎ সুন꧟িশ্চিত হওয়া। তাই গ্রিনের মাঠে ফেরা এবং তাঁর সার্ভিস পাওয়ার দিকে তাকিয়ে রয়েছে ব্যাগি গ্রিন্সরা।
আরও পড়ুন-൲সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিꦜয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার-
এরই মধ্যে ইনস্টাগ্রামে নিজের ফিটনেস আপডেট তুলে ধরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিন। লোয়ার ব্যাকে স্ট্রেস ফ্র্যাকচারে🤡🐠র জন্য ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে না পাওয়া গ্রিনকে দেখা গেল পার্থ স্টেডিয়ামে দৌঁড়াতে। বেশ হাসিখুশি মেজাজেই ছিলেন তিনি। সেই ভিডিয়ো নিজেই শেয়ার করেছেন এই তারকা ক্রিকেটার। পঞ্চমবার স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হওয়ায় তিনি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন- BGꦐTতে ব্যর্থ হলেও 🌃এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
নিউজিল্যান্ডে অস্ত্রেপচার হয় গ্রিনের-
২০২৪ সালের অক্🅰টোবরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অস্ত্রোপচার হয়ে গ্রিনের। নাম করা অর্থপেডিক স্পাইন সার্জেন গ্রাহাম ইংলিস এবং রোয়ান স্কুটেন অস্ত্রোপচার করেন গ্রিনের। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে ভারতীয় দলের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব লেখেন, ‘কান্ট ওয়েট বয়( অর্থাৎ তোমার মাঠে ফেরার অপেক্ষা করতে পারছ🧔ি না) ’। অজি তারকা মার্নাস ল্যাবুশানও তাঁর দ্রুততা সুস্থতা কামনা করেছেন।