চার বছর পর অবশেষে একটা গোট🤡া সিরিজ থেক💖েই নিজেকে সরিয়ে নিতে চলেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই প্রথমবার নিজের অধিনায়কত্বের কেরিয়ারে, তিনি কোনও পূর্ণাঙ্গ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে হারিয়ে বর্ডার গাভাসকর ট্রফি পকেটে ঢোকানোর পাশাপাশি WTC ফাইনালেও পৌঁছে গেছে কামিন্স ব্রিগেড।
প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার দায়িত্ব নেওয়ার পর দুটো প্রতিযোগিতায় দলকে চ্যাম্পিয়ন করেছেন। আইসিসি ওডিআই বিশ্বকাপ এবং আইসিসি টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতেন কামিন্স অধিনায়ক হিসেবে। ক্রিকেটার হিসেবে জিতেছেন টি২০ বিশ্বকাপও। এরপরই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেট থেকে কি তাহলে সব পাওয়া হয়ে 🌟গেল তাঁর? এবার বিরতি নাকি বিদায়?
শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক স্মিথ-
প্যাট কামিন্স অবশ্য বিরতিই বেছে নিলেন। অস্ট্রেলিয়ার আগামী সিরিজ শ্রীলঙ্কার সঙ্গে, বিদেশের মাটিতে। সেই সময় কামিন্সের দ্বিতীয়বার বাবা হওয়ার কথা। ফলে মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারবে। তাই সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়🤪কত্ব করতে চলেছেন স্টিভ স্মিথ। স্যান্ডপেপারকাণ্ডের পর ফের একবার তিনি পূর্ণাঙ্গ সিরিজে তিনি অধিনায়কত্ব করবেন, শেষ চার বছরে মাঝে মধ্য♋ে অবশ্য স্মিথকে এমন দায়িত্ব পালন করতে হয়েছে।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছ🍸েন মোলিনা! লিস্টনের ভাব🐓নায় এখন শুধুই ডার্বি
অবসরের কোনও প্রশ্নই নেই-
কামিন্স জানান, ‘আমি যা করি, সেটা ভালোবেসেই করি। সেই কারণেই আমি টেস্ট ক্রিকেট খেলতে এবং এই দলের সঙ্গে কাজ করতেꦚ এত পছন্দ করি। আমি যদি এই কাজটা চালিয়ে যেতে থাকি, তাহলে টেস্টে আরও উন্নতিই করতে পারব আমরা ’। যখন কামিন্সকে অধিনায়ক করা হয়েছিল তখন মনে করা হয়েছিল তিনি খুব বেশিদিন এই পদে থাকবেন না, কারণ অস্ট্রেলিয়ার বোলাররা খুব বেশিদিন তাঁদের অধিনায়ক পদে থাকেননি। কিন্তু কামিন্সের সামনে রয়েছে ২০২৭ ওডিআই বিশﷺ্বকাপে অধিনায়কত্বের সুযোগ। এছাড়াও রয়েছে ভারত-ইংল্যান্ডের টেস্ট সফর।
আরও পড়ুন-পিঠে খিঁচ মনে হচ্ছে না! বুমরাহর চোট নিয়ে ভারতী🧔য় শিবিরের অন্দরের ❀খবরে অবিশ্বাস পন্টিংয়ের
ভবিষ্যৎে নজর রাখছে অস্ট্রেলিয়া-
অস্ট্রেলিয়া দলে অধিকাংশ ক্রিকেটারের বয়স ৩০র বেশি, একমাত্র সিড🃏নি টেস্টে কনস্টাসই ছিলেন দলের কনিষ্ঠতম। সেই নিয়েও কামিন্স বলছেন, ‘তোমরা সব সময়ই উত্তরসুরী নিয়ে কথা বল। আমাদের দলে দুটো ভাইস ক্যাপ্টেন আছে। আমাদের তিনজন অভিষেক হওয়া ক্রিকেটার রয়েছে এই সিরিজে। ভবিষ্যৎের দিকে তাকিয়ে আমরা সামঞ্জস্য বজায় রেখౠেই চলেছি ’।
আরও পড়ুন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটে♛র! তবে টেস্ট দলে ঢুকত💫ে দিতে হবে লাল বলে পরীক্ষা!
অনেকের মধ্যে এখনও খেলা রয়েছে-
বু🌌ড়ো ক্রিকেটারদের নিয়ে কামিন্সের বক্তব্য, ‘অনেক সময়ই অনেককে নিয়ে কথা হচ্ছে, কিন্তু তাঁদের মধ্যে এখনও খেলা বাকি রয়েছে। ফলে তাঁরা সুযোগ পেতেই পারেন ’। অধিনায়ক হিসেবে কামিন্স ঠিক কতটা দক্ষ সেটা মেলবোর্ন টেস্টের শেষ ১ ঘন্টায় বোঝা গেছে, যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় ব্যাটারদের সাজঘরে পাঠিয়ে সিরিজে এগিয়ে গেছিল টিম অস্ট্রেলিয়া। তাই সিরিজ শেষে কামিন্স বলেছিলেন, দল হারলে অনেক কথা উঠবে। কিন্তু দল কতটা শক্তিশালী সেটা প্রমাণ করতে গেলে দলকে সঙঘবদ্ধ থাকতে হয়, সেটাই থেকেছি।