ꦅ কোনও রাখঢাক নয়, মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ভারতীয় দল পরাজিত হওয়ার পরে ক্যাপ্টেন রোহিত শর্মার দিকে গুরুতর অভিযোগ তুললেন সুনীল গাভাসকর। সানির দাবি, নিজে বাঁচতে ভারতীয় দলকে ডুবিয়েছেন রোহিত। স্টার স্পোর্টসের পোস্ট ম্যাচ শোয়ে ইরফান পাঠানকে পাশে নিয়ে গাভাসকর জানান যে, শুভমন গিলকে বাদ দেওয়া আসলে রোহিতের ওপেনে ফেরার কৌশল।
🥃 ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা দাবি করেন, গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল দলের কম্বিনেশনের স্বার্থে। বাড়তি বোলার খেলানোর উদ্দেশ্যেই অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে মাঠে নামানো হয়েছিল। রোহিত এও জানান, তিনি নিজে গিলের সঙ্গে কথা বলে বুঝিয়েছেন যে, খারাপ খেলার জন্য তাঁকে বাদ দেওয়া হয়নি।
✤ রোহিতের যুক্তির বিরোধিতা করে গাভাসকর বলেন, ‘দল বারবার ব্যাটিং বিপর্যয়ে পড়ছে। তোমার উচিত ছিল ব্যাটিংকে শক্তিশালী করা। উল্টে একজন ব্যাটার কমিয়ে ব্যাটিং বিভাগকে আরও দুর্বল করে দিলে তুমি। জাদেজা ভালো ব্যাট করে। তবে ও তো আসলে একজন অল-রাউন্ডার। যদি বোলিং বিভাগ শক্তিশালী করার জন্য ওয়াশিংটনকে দলে নেওয়া হয়ে থাকে, তাহলে ওকে কত ওভার বল করানো হয়েছে? যাকে তুমি বাদ দিলে, সে তোমার থেকেও ভালো ফর্মে ছিল। যে রিজার্ভ বেঞ্চে বসে আছে, তাকে বাদ দেওয়াই বলে।’
𝄹 রোহিতের ওপেনে ফেরা নিয়ে গাভাসকর বলেন, ‘রোহিত যদি অ্যাডিলেড বা ব্রিসবেন টেস্টে অন্তত ৩০-৪০ রানও করত, তাহলেও ধরা যেত যে ও ছন্দে ফিরেছে। তাই সেক্ষেত্রে ওপেনে ফিরলে কিছু বলার ছিল না। তুমি রানও পাচ্ছ না, আবার যে রান করছে, তাকে সরিয়ে ওপেনে ফিরছ, এটা নিজের স্বার্থ ছাড়া আর কী? গিলকে আসলে বাদ দেওয়া হয়েছে রোহিত ওপেনে ফিরবে বলে। রাহুলকে টপ অর্ডার থেকে সরাতে পারছিল না। তাই গিলকে ছেঁটে রাহুলকে তিন নম্বরে জায়গা করে দেওয়া হয়েছে। যার ফল ভুগতে হয়েছে দলকে। তাছাড়া গিল মোটেও বাদ পড়ার মতো খেলেনি। অ্যাডিলেডে তো ভালো ব্যাট করেছে। ব্রিসবেনে রান পায়নি বলে ওকে বসিয়ে দেওয়া যায় না।’
🎉 লোকেশকে ওপেন থেকে সরানো প্রসঙ্গে গাভাসকর বলেন, ‘হতে পারে লোকেশ-যশস্বীর ওপেনিং জুটি একটি ইনিংসেই দলকে বড় ভিতে বসিয়ে দেয়। তার পরে আর বড় ওপেনিং জুটি হয়নি। তবে সেটা রাহুলের দোষ নয়। যশস্বী তাড়াতাড়ি আউট হচ্ছিল। রাহুল তো ওপেনে ভালো ব্যাট করেছে। তাহলে সরাতে হলে যশস্বীকে ওপেন থেকে সরানো উচিত ছিল। রাহুলকে কেন সরানো হল?’