🍸 আর হাতে গোনা মাত্র কটা দিন, তারপরই আসতে চলছে একটা নতুন বছর। তবে ২০২৪ সাল কিন্তু কম রোমাঞ্চকর ছিল না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের জন্য। বছরের শুরু থেকেই তাঁরা ছিলেন চর্চায়। এই বছর সাতপাকে বাঁধা পড়েছিলেন তারকা জুটি, তারপর এই বছরেই মেয়ে কৃষভি তাঁদের কোল আলো করে এসেছে। তবে এই সব কিছুর মধ্যেও বিতর্ক তাঁদের পিছু ছাড়েনি। মাঝে মাঝেই নেটিজেদের থেকে তাঁদের দিকে ধেয়ে এসেছে নানা কটূক্তি। কিন্তু সে সব ঝেড়ে ফেলে সব সময় হাসি মুখে নিজেদের সংসার নিয়ে অকপট থেকেছেন শ্রীময়ী। আর এবার এই কচি বউকেই বছর শেষে বিশেষ বার্তা দিলেন কাঞ্চন।
🌄 TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চন শ্রীময়ীর উদ্দেশ্যে বলেন, ‘জীবন যাই হোক না কেন, তুমি তো আমায় সব থেকে ভাল চেনো, পাশে থেকো, কৃষভির হাতটা ধরে রেখো, আমি ছিলাম, আছি, থাকব।’
আরও পড়ুন: 🅺'ভিলেন' ইমেজ ভেঙে দেবের পর ঋত্বিক এবার বাঙালির হিরো 'ব্যোমকেশ'? ছবি প্রকাশ্যে আসতেই ফের হইচই নেটদুনিয়ায়
🅷 অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক জানান এই বছরটা ছিল তাঁদের ধৈর্য্যের বছর। তিনি তাঁর তৃতীয় স্ত্রী শ্রীময়ী প্রসঙ্গে জানান, শ্রীময়ী সুখে দুঃখে সব সময় ছায়াসঙ্গীর মতো তাঁর পাশে ছিলেন। শ্রীময়ী যদি তাঁর পাশে না থাকতেন তাহলে অভিনেতার জন্য প্রতিটা মুহূর্তে আরও কঠিন হয়ে উঠত। কাঞ্চনের কথায়, ‘অকল্পনীয়’।
🐼 শ্রীময়ী প্রসঙ্গে বর কাঞ্চন বলেন, ‘অনেক কিছু সহ্য করেছে ও। শ্রীময়ী না থাকলে বোধহয় আমি এতটা পথ এই প্রতিকূলতার মধ্যে দিয়ে হাঁটতে পারতাম না।’ পাশাপাশি তিনি জানান এই সময় কেবল যে নেটিজেনরাই তাঁকে বাক্য বাণে বিঁধেছিলেন তা নয়। তাঁর বহু পরিচিত ও আত্মীয়কেও তিনি এইসময় পাশে পাননি। অভিনেতার মতে, ‘বিপদেই তো মানুষ চেনা যায়। ২০২৪-এ আমি প্রচুর মানুষ চিনলাম। বন্ধু-আত্মীয় অনেককেই চিনলাম। তাঁরা যেন ভাল থাকেন এই প্রার্থনা করব।’
আরও পড়ুন: 𒈔বিয়েতে লাল বেনারসী পরবেন না শ্বেতা! তবে কেমন সাজবেন নায়িকা? বৌভাতের সাজেও থাকবে বড় চমক
꧙ পাশাপাশি অভিনেতা তাঁদের ট্রোলারদের বিরুদ্ধেও মুখ খোলেন। তিনি অনুপম রায়ের গানের কথা ধার করে বলেন, 'আমাকে আমার মতো থাকতে দাও'- দয়া করে। সকলেরই তো একটা ব্যক্তিজীবন রয়েছে, সেখানে ওঠাপড়া, লড়াই সবটাই রয়েছে। আমি যেমন কারও প্রতিকূলতায় কাউকে আক্রমণ করিনি, তাঁরাও যেন আমার ব্যক্তিজীবন নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে ওঠেন। আমার জীবন, আমি ঠিক কাটিয়ে নিতে পারব।' পাশাপাশি তিনি তাঁর ট্রোলারদেরও জন্যও মঙ্গলকামনা করেন, জানান তাঁদের নতুন বছরও যেন শুভ হয়।