পরনে স্যুট। এখনও শৈশবের গণ্ডি পার করেনি💞। মায়ের হিল জুতো হাতে মাথা নীচু করে হেঁটে চলেছে রাজ-পুত্র। সোশ্যাল মিডিয়ায় জন্ম থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডের এই খান জনপ্রিয়তার নিরিখে টেক্কা দিতে পারেন শাহরুখ-সলমনকেও! এই খুদেকে চিনতে পারছেন? হ্যাঁ, এই পুঁচকে আর কেউ নন, সইফিনা পুত্র তৈমুর আলি খান।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ছেলের এই মিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন করিনা কাপুর খান। বেবো প্রায়শই তাঁর দৈনন্দিন জীবনের আপডেটগুলি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। উৎসবের সময় হোক বা ছুটির দিনে আরামদায়ক সময় কাটানো, অভিনেত্রী তাঁর পরিবারের ছবি পোস্ট করেন ইনস্টায়। সইফ সোশ্যাল মিডিয়ায় নেই, সুতরাং পতৌদি পরিব👍ারের হাঁড়ির খবর জানান অন্যতম মাধ্যম করিনা।
মায়ের বাধ্য ছেলে তৈমুর সে-কথা আগেও জানিয়েছেন করিনা। তাঁর ছোট ছেলে🍃 জেহ বেজায় দুষ্ট, বহুবার বলতে শোনা গিয়েছে বেবো-কে। এদিন করিনা ভাগ করে নিলেন কীভাবে তৈমুর একটি ইভেন্টের পরে তার হিল জুতো নিজের হাতে তুলে নিয়ে মা-য়ের সাহায্যে এগিয়ে এসেছে। যাতে মায়ের হাঁটতে অসুবিধা না হয়।
করিনা গর্বিত তৈমুরকে নিয়ে
পিছন থেকে তোলা ছবিগুলিতে তৈমুরকে কোনও হোটেলের লবিতে হাঁটতে দেখা যাচ্ছে। ফর্মাল পোশাক পরা তৈমুর ডান হাতে মায়ের হিল ধরে রেখেছিল, কারিনা ঠিক পেছনে পেছন পেছন যাচ্ছিল। কারিনা ইনস্টাগ্রামে এই মিষ্টি মুহ🧜ূর্তটি পোস্ট লেখেন, ‘মায়ের সেবা এই বছর এবং চিরকাল। শুভ নববর্ষের বন্ধুরা। আরও ছবি আসছে শীঘ্রই। সাথেই থাকুন’।
পౠোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সত্যিকারের সুপুরুষ আমাদের টিম। পতৌদির ছোটে নবাব বলে কথা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘তৈমুর একজন ভদ্রলোক। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবু। একজন♋ মন্তব্য করেছেন, ‘কী সুদর্শন বাচ্চা!'
করিনা সম্প্রতি সুইজারল্যান্ডে শীতকালীন ছুটি কাটিয়ে ফিরেছেন। স্বামী এবং দুই ছেলের সঙ্গে কাটানো সেই ট্রিপের একগুচ্ছ ছবিও পোস্টﷺ করেছেন সোশ্যালে। একটি ছবিতে তৈমুরকে লাল-সবুজ পোশাকে সজ্জিত অবস্থায় দেখা গেছে এবং তিনি তাঁর স্কি গিয়ার পরে বাইরে দাঁড়িয়ে ছিলেন।
২০১২ সালে সইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিনা। তাঁদের দুটি পুত্র রয়েছে- তৈমুর (২০১৬) এবং জাহাঙ্গীর ওরফে জেহ (২০২১)। তৈমুরের জন্মের পর তাঁর নাম নিয়ে কম বিতর্ক হয়নি। স্বৈরাচারী মুসলিম শাস🍨কের নামের সঙ্গে তৈমুরের নামের মিল থাকায় ট্রোলড হতে হয় সইফিনাকে।
করিনার আগে সইফ অমৃতা সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। করিনা ও তাঁর দুই ছেলের সঙ্গে দুর্দান্ত বন্ডিং 🍷সইফের প্রথম পক্ষের সন্তানদের।
করিনাকে শেষ দেখা গিয়েছিল সিংঘম এগেইন, যা দীপাবলির সময় প্রেক💯্ষাগৃহে ম𒈔ুক্তি পেয়েছিল।