১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে আসিন ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। গত রবিবার ১০০ বছর বয়সেꦅ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জিমির মৃত্যুতে শোক প্রকাশ করে একটি অদেখা ছবি পোস্ট করলেন সুনীল দত্ত কন্যা প্রিয়া দত্ত।
২০০২ সালে পেয༒়েছিলেন নোবেল পুরস্কার। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শয্যাশায়ী ছিলেন জিমি। জর্জিয়ার নিজের বাড়িতেই ছিলেন তিনি। ২০১৫ সালে ক্যানসার আক্রান্ত হন তিনি। অসুস্থতা থাকা সত্ত্বেও ১০০ বছর পার কর☂েছিলেন এই প্রাক্তন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: জামনগরের জন্মদিনের উদযাপনে গায়কের ভূমি♍কায় সলমন! গাইলেন কোন গান?
জিমি কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সুনীল দত্ত কন্যা ওরফে রাজনীতিবিদ প্রিয়া দত্ত। সাদা কালো এই ছ🥀বিটি যে বহুদিনের পুরনো তা ছবিটি দেখলেই বুঝতে পারবেন আপনি। ছবিতে হাসিমুখে সস্ত্রীক দাঁড়িয়ে থাকতে দেখা যায় জিমিকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন সুনীল দত্ত।
১৯৭৮ সালের ৩ জানুয়ারি হর💝িয়ানার একটি গ্রামে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ফাস্ট লেডি রোজালিন কার্টার। হরিয়ানার একটি গ্রাম প্রদর্শন করার পাশাপাশি ভারতের গণমান্য ব্যক্তিদের সঙ্গে দ꧋েখা করেছিলেন তিনি। তখনই সুনীল দত্তের সঙ্গে তিনি তুলেছিলেন এই ছবিটি।
ছবিটি পোস্ট করে প্রিয়া লেখেন, জিমি কার্টারের প্রয়াণে বিশ্ব হারাল একজন অসামান্য ব্যক্তিত্বকে।সারা জীবন অক্লান্তভাবে শান্তি এবং মানবতার জন্য কাজ করেছেন তিনি। বাবার সঙ্গে জিমি এ💝বং রোজালিনের এই অসামান্য সুন্দর মুহূর্তটি সকলের সঙ্গে শেয়ার করলাম। এই ছবিটি আরও একবার মনে করিয়ে দেয় কতটা আন্তরিক ছিলেন তিনি।
আরও পড়ুন: 💛খাদান ১০ কোটি পার, নতুন বছরেই নতুন রূপে আসছেꦯ দেবের ‘রঘু ডাকাত’, সরে দাঁড়াল SVF
আরও পড়ুন: দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ্ট পཧুড়িয়ে ফেলতে বলেছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
জিমি কার্টার প্রসঙ্গে
আমেরিকার ৩৯ তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যꦓন্ত রাষ্ট্রপতি হিসে💧বে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি হলেন আমেরিকার সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট।
প্রারম্ভিক জীবনে জিমি কার্টার ছিলেন একজন চিনেবাদাম বিক্রেতা। তিনি তাঁর বাড𝓡়িতে চিনেবাদামের চাষ করতেন। পরবর্তী জীবনে রাজনীতিতে প্রবেশ করেন এবং আমেরিকার ৩৯ তম রাষ্টপতি হিসেবে নিযুক্ত হন।