ভারতের অন্যতম বিখ্যাত ব্যাডমিন্টন তারকা হলেও পিভি সিন্ধুর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন🐼 ১৫০ জনের মতো অতিথি। তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী ভেঙ্কট সাই ♎দত্তর - এর সাথে সাত পাকে বাঁধা পরলেন তিনি। গত ১৫ ডিসেম্বর বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল এই জুটির। ২৪ ডিসেম্বর রাজস্থানের সমস্ত ঐতিহ্য মেনে হয়েছিল বিবাহ অনুষ্ঠান।
উদয়পুরে অনুষ্ঠিত এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেলেঙ্গা♕নার মুখ্যমন্ত্রী। স্বামী স্ত্রী দুজনেই যেহেতু হায়দরাবাদের ছেলে মেয়ে, তাই বিয়ের দিনক্ꦺষণ ঠিক করা নিয়ে খুব একটা সমস্যা হয়নি।
আরও পড়ুন: দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলতে বল🧜েছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
এই বছরের সবথেকে সুন্দর বিয়ের বিভিন্ন ছবি যেমন♒ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তেমনি ভাইরাল হয়েছে ব্যাডমিন্টন তারকা হাতের আংটির ছবি। চিরাচরিত কোনও ডায়মন্ড নয়, একেবারে অন্যরকম একটি আংটি নিজের বিয়ের জন্য বেছে নিয়েছেন ব্যাডমিন্টন তারকা।
জোড়া অলিম্পিক বিজয়ী ব্যাডমিন্টন তারকা নিজের স্পেশাল দিনে তাঁর অলিম্পিকের জয়কেও সামিল করেছেন। ২০১৬ সালে রি🌳ওতে রুপোর পদক এবং ২০২০ সালে টোকিওয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।⛄ এই দুটি পদকের আঙ্গিকে তিনি নিজের আংটি তৈরি করেছিলেন।
আংটির দুই দিক দুটি পদকের আকারে তৈরি করা হয়েছে। একদিকে লেখা রয়েছে ২০/২০ এবং অন্যটিতে লেখা রয়েছে ১৬/২০। মাঝখানে একটি হাতের ছাপ। এত সুন্দরভাবে নিজের সাফল্যকে যেভাবে স্পেশাল দিনে তি▨নি তুলে ধরেছেন, তা দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন সকলে।
প্রি ওয়েডিং-এর দিন সিন্ধু পরেছিলেন একটি বটল গ্রিন রঙের বডি হাগিং সিমারি গাউন। বিয়ের দিন সব্যসাচীর⛎ ডিজাইন করা লাল লেহেঙ্গা সেজে উঠেছিলেন তিনি। বিবাহের পরে রিসেপশনে আইভরি রঙের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন ব্যাডমিন্টন তারকা। সন্দীপ খোসলা এবং আবু জানি ডিজাইন করা পোশাকেও সেজে উঠতে দেখা যায় তারকাকে।
আরও পড়ুন: ২০০ কোটি! বাইরে রাখা দামি-দাম🐻ি গাড়ি, শাহরুখের বিলাসবহুল লন্ডন﷽ বাংলোর ভিডিয়ো ফাঁস
আরও পড়ুন: বাগদানের ২ বছর পূর্তি, বিমান থেকে সোজা ঝাঁপ দিলেন সোনাক্ষী-জাহির! ভিডিয়ো দেখে অবাকꩲ নেটদুনিয়া
প্রসঙ্গত, ২০২২ সালেꦑর অক্টোবর মাসে প্লেনে প্রথম দেখা হয়েছিল এই তারকা জুটির। প্রথম 🗹দর্শনেই প্রেমে পড়ে যান তাঁরা। অল্প কিছুদিনের বন্ধুত্বের পরেই তাঁরা ঠিক করেন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। এরপরই শুরু হয় পথ চলা।