এবারের বাংলা সারেগামাপায় বড়দের সঙ্গে আছে খুদেরাও। আর তাদেরই অন্যতম হল অনীক জানা এবং অতনু মিশ্র। দুই খুদে আগে বহু♌বার নিজেদের পারফরমেন্সে মুগ্ধ করেছে বিচারকদের। কিন্তু এদিন তারা জুটি বেঁধে যা করল সেটা 𓃲দেখে ছিটকে গিয়েছেন বিচারকরা। শান্তনু মৈত্র তো মাটিতেই বসে পড়েন!
আরও পড়ুন: ভোজপুরি𓆉র সঙ্গে বাঙালি পঞ্জাবি গানে মত্তꦉ! ক্ষুব্ধ রানা সরকার লিখলেন, 'বাংলা গানের কি অভাব?'
কী ঘটেছে সারেগামাপায়?
এদিন অনীক জানা এবং অতনু মিশ্র জুটি বেঁধে পারফর্ম করে সারেগামাপায়। তাঁরা এসএস রাজামৌলির ছবি RRR থেকে অস্কারজয়ী গা♍ন নাচো নাচো ওরফে নাটু নাটু পারফর্ম করে। তাদের গান গাওয়ার ধরন, কাজ দেখে মুগ্ধ হয়ে যান বিচারক🍃রা। শুধুই কি তাই? এই দুই খুদে এদিন গান গাওয়ার পাশাপাশি জমিয়ে নাচও করে।
তাদের পারফরমেন্স দেখে এদিন মঞ্চে এসে বসে পড়েন শান্তনু মৈত্র। অন্তরা মিত্র বলেন, 'অনীকের ফুটওয়াক দেখতে চাই আবার।' জবাবে শান্তনু বলেন, 'ফুটওয়ার্ক ছাড়, মাউথওয়ার্ক দেখ।' জোজো বলেন, 'ওদের গানﷺ শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল, ক্যাসেট আটকে গেলে এমন হতো।' কৌশিকী ▨দুই খুদেকে আদর করে দিয়ে বলেন, 'জোজো দি ওটা এত তালে হতো না।'
এদিন রাঘব চট্টো🎐পাধ্যায় ওদের পারফরমেন্স দেখে বলেন, 'ওরা যেমন গান গায় তাঁর বাইরে পৃথিবীর উল্টো দিকের একটা গান গাইল। সব থেকে বড় কথা মেন্টররা কীভ༺াবে ওদের রেডি করল, তোলালো, সেটাই আলাদা ব্যাপার। ওরা যে এভাবে গাইবে আমি তো ভাবতেই পারিনি।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শ🎃ান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জဣন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।