💎 ফের একটা খারাপ খবর। পথ দুর্ঘটনায় গুরুতর জখম টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। টেলিপর্দার ‘তুঁতে’, এই নামেই দর্শকদের মাঝে পরিচিতি দীপান্বিতার। খুব শীঘ্রই নতুন সিরিয়ালের শ্যুটিং শুরু করার কথা তাঁর। তবে তার আগেই বিপত্তি। জানা যাচ্ছে, বাইক দু্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অভিনেত্রী। আপাতত চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।
♋এদিকে কিছুদিন আগেই গলব্লাডারে অস্ত্রোপচার হয়েছে দীপান্বিতা রক্ষিতের। তাই আপাতত বিশ্রামেই ছিলেন তিনি। তবে খুব দরকারে বাড়ি থেকে বের হতে হয়েছিল তাঁকে। চালক না থাকায়, নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সাহস দেখাননি। তাই বুক করেছিলেন একটা বাইক। আর তাতেই বিপত্তি ঘটে।
൩দীপান্বিতা জানিয়েছেন, তাঁর বাইকটি অত্যন্ত দ্রুত চালানো হয়েছিল। এরপর কিছু বুঝে ওঠার আগেই কিছুর ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। তাঁর দু'হাতেই চোট লেগেছে, এমনকি সেলাইও পড়েছে বলে জানা যাচ্ছে। তবে অভিনেত্রী বলছেন, আঘাত গুরুতর নয়। হয়ত আরও বড় কিছু ঘটে যেতে পারত। আপাতত সম্পূর্ণ সুস্থ হয়েই কাজে ফিরতে চান দীপান্বিতা।
🌱আরও পড়ুন-সিগনালে আটকে 'কিশোরী', ইধিকাকে দেখে কী করল খুদে অনুরাগী? দেবের নায়িকা তখন…
ဣজানা যাচ্ছে, খুব শীঘ্রই জি বাংলার একটা মেগা সিরিয়ালে এক খেলোয়াড়ের গল্প ফুটে উঠবে। সেখানেই নাকি একজন হকি খেলোয়াররে ভূমিকায় নাকি দেখা যাবে দীপান্বিতাকে। মেগাটি প্রযোজনা করছে টিন্ট প্রোডাকশন। অন্যদিকে একটা ওয়েব সিরিজেও অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। সিরিজের নাম 'মরীচিকা'। পরিচালনায় সুব্রত। দীপান্বিতা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়, জিতসুন্দর চক্রবর্তীকে। এর আগে 'তুঁতে' ও 'খুকুমণি হোম ডেলিভারি'-র মতো সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন দীপান্বিতা। হয়ে উঠেছিলেন টেলিদর্শকদের ঘরের মেয়ে। আর এবার ওয়েব সিরিজের পর্দায় এবং আরও এক সিরিয়ালে দেখা যেতে চলেছে তাঁকে।