ꦏ 'আওয়ামী লীগ আবার ফিরবে। জয় বাংলা!' - হ্য়াঁ, ফের একবার বাংলাদেশে প্রকাশ্য়ে দেখা গেল এই লেখা! সম্প্রতি সেদেশের খুলনা রেলস্টেশন ও কমলাপুর রেলস্টেশনে এমনই দু'টি ঘটনা ঘটেছিল। আর এবার ফেনী এলাকার বড় জামে মসজিদের কালো রঙের এলইডি স্ক্রিনে ভেসে উঠল সবুজ অক্ষরে লেখা ওই 'আওয়ামী লীগের ফেরার বার্তা'!
ꦡবিষয়টি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে ইতিমধ্য়েই একের পর এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেসব অনুসারে, সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ হঠাৎই ফেনী বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে এই লেখাটি ভেসে ওঠে।
๊স্বাভাবিকভাবেই পথচলতি মানুষ এই ঘটনা দেখে থমকে যান। মুহূর্তে মসজিদের সামনে ভিড় জমে যায়। ঘটনার কথা চাউর হতে ভিড় আরও বাড়ে। কেউ কেউ নাকি এর বিরুদ্ধে বিক্ষোভও দেখান বলে দাবি করেছে বাংলাদেশি সংবাদমাধ্যমের একাংশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
🐬এদিকে, ঘটনা ঘিরে যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে এদিন বিকেল ৩টের পর ওই এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। ফেনীর জেলা প্রশাসক মহম্মদ সইফুল ইসলাম নির্দেশ দিয়েছেন, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পর্যন্ত ফেনীর সমস্ত এলইডি স্ক্রিন বন্ধ রাখতে হবে।
💟বড় জামে মসজিদের তরফে আবুল হোসেন জানিয়েছেন, মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নমাজের সময়সূচি ভেসে থাকে। সোমবার যোহরের নমাজের পর তাঁরা মসজিদ থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই নাকি মসজিদের দেওয়ালের সঙ্গে লাগানো ওই এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের ফেরার বার্তা ভেসে ওঠে।
♏ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানিয়েছেন, বড় মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম জমির হুসেন। তিনি ওই মসজিদের এলইডি স্ক্রিন অপারেটর।
🃏কীভাবে এমন ঘটনা ঘটল, সেটা তাঁকে জেরা করে বোঝার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক। তিনি জানিয়েছেন, এদিনের এই ঘটনা নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে অবশ্যই তার তদন্ত করা হবে।
🍬উল্লেখ্য, এর আগে, গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেল স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে উঠেছিল।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসেই ঘটনারও আগে, গত ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেল স্টেশনের বেরোনোর রাস্তায় লাগানো ডিজিট্যাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠেছিল 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখা। ঘটনা জানাজানি হওয়ার পর রেল কর্তৃপক্ষ ওই ডিসপ্লে বোর্ডগুলি বন্ধ করে দেয়।