সদ্য আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি এয়ারস্ট্রাইক নিয়ে দুই দেশের সীমান্ত সরগরম। জানা যায়, পাকিস্তানের এয়ারস্ট্রাইকের পর তালিবান শাসিত আফগানিস্তানও পাকিস্তানে হামলা𝓡 চালায় বেশ কিছু ছাউনি লক্ষ্য করে। এরই মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলল দিল্লি। ভারতের দুই প্রতিবেশী, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলা সংঘাত নিয়ে ইসলামাবাদের দিকেই তীরের নিশানা তাক করল দিল্লি।
আফগানিস্তানের বুকে পাকিস্তানের এয়ারস্ট্রাইক নিয়ে ঘটনার বেশ কিছু সময় পর মুখ খুলল দিল্লি। পাকিস্তানের এয়ারস্ট্রাইকে ৪৬ জনের মৃত্যুর ঘটনার নিন্দা করেছে ভারত। এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,'আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আফগানিস্তানের মহিলা ও শিশু সহ নাগরিকদের ওপর এয়ারস্ট্রাইকের। যার ফলে বহু মূল্যবান প্রাণ শেষ হয়ে গিয়েছে।' একইসঙ্গে তিনি পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন,'আমরা সাফভাবে নিরীহদের প্রতি যেকোনও হামলার নিন্দা করছি। এটা পাকিস্তানের পুরনো অভ্যাস যে নিজেদের✃ অভ্য়ন্তরীণ ব্যর্থতার দায় তারা প্রত🍎িবেশীদের উপর চাপিয়ে দেয়। আমরা এই মর্মে আফগানিস্তানের মুখপাত্রের প্রতিক্রিয়াকেও নজরে রেখেছি।'
( ICMR on HMPV: ‘ভারত সহ এইচএমপিভি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়েছে’, দেশে ২ শিশু সংক্রমিত হ💖তেই আর কী বল💟ল আইসিএমআর?)
( Rahu Gochar 2025: ౠরাহু খুব শিগগিরই আসছেন কৃপায় মেজাজে! ২০২৫ এ কবে থেকে ভালো সময় শুরু মেষ সহ ৪☂ রাশির?)