🦋 কোনও ট্রেন ৫০৮ মিনিট লেট, কোনওটা আবার ৪৮২ মিনিট দেরিতে চলছে। দেরিতে চলছে ১৫০টির মতো বিমান। ঘন কুয়াশার দাপটে শুক্রবার সকালে বিপর্যস্ত হল দিল্লি, গাজিয়াবাদ, নয়ডার মতো এলাকার জনজীবন। কোথাও কোথাও কুয়াশার দাপট এতটাই যে দৃশ্যমানতা শূন্যে ঠেকেছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে অন্য জায়গাও। কোথাও কোথাও এমন পরিস্থিতি যে একহাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না। গোদের উপর বিষফোঁড়ার মতো দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান সূচক 'গুরুতর' স্তরে নেমে গিয়েছে। ফলে আরও জটিল হয়েছে পরিস্থিতি।
লেটে চলছে পশ্চিমবঙ্গের ট্রেনও
🐲ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ছ'টা পর্যন্ত যে পরিসংখ্যান এসেছে, তাতে দিল্লিগামী ২৬টি ট্রেন দেরিতে চলেছে। সবথেকে বেশি ৫০৮ মিনিট (আট ঘণ্টা ২৮ মিনিট) লেটে চলছে হজুর সাহিব নান্দেদ-শ্রী গঙ্গাসাগর সুপারফাস্ট এক্সপ্রেস। আবার জম্মু তাওয়াই-পুরনো দিল্লি এক্সপ্রেস চলছে ৪৮২ মিনিট লেটে। ঘন কুয়াশার দাপটে ১৩৭ মিনিট (দু'ঘণ্টা ১৭ মিনিট) লেটে চলছে পশ্চিমবঙ্গের ফরাক্কা এক্সপ্রেসও। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, আজ যেমন ঘন কুয়াশা আছে, তাতে ট্রেন পরিষেবা আরও ব্যাহত হতে পারে।
ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম, ব্যাহত উড়ান পরিষেবা
✱একইভাবে ঘন কুয়াশার দাপটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়েছে। ঘন কুয়াশার দাপটে কমে গিয়েছে দৃশ্যমানতা। আপাতত যা খবর মিলেছে, তাতে ১৫০টির মতো বিমান দেরিতে চলছে।
𝓡সকাল ৮ টা ২৮ মিনিটের বিবৃতিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, 'দিল্লি বিমানবন্দরে (বিমান) অবতরণ করছে। বিমান উড়ছে। কিন্তু যে বিমানগুলিতে ক্যাট থ্রি (দৃশ্যমানতা কমে গেলেও নামার সুযোগ থাকে) নেই, সেগুলির পরিষেবা ব্যাহত হতে পারে। বিমান সংক্রান্ত টাটকা তথ্যের জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।'
নিজের বিমানের খবর নিয়ে বাড়ি থেকে বের হন, এল পরামর্শ
꧃ইন্ডিগোর তরফে আবার জানানো হয়েছে, পরিস্থিতি এমনই হয়েছে যে কয়েকটি বিমান বাতিল করা হতে পারে। উড়ান সংস্থার তরফে বলা হয়েছে, 'উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার জেরে দিল্লিতে বিমান ওড়া এবং অবতরণ ব্যাহত হচ্ছে। দিন এগিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে কয়েকটি বিমান বাতিল করা হতে পারে।'
𒐪একইভাবে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, 'ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ দিল্লি এবং উত্তর ভারতের কয়েকটি শহরে উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতিতে বিমানবন্দরে রওনা দেওয়ার আগে নিজের বিমানের বিষয়ে টাটকা খবর জেনে নিন।'