Rajnath Singh: 'আমরা খুব লাকি নই', ভারতীয় সেনাদের প্রশংসায় রাজনাথ, কড়া নজরদারির নির্দেশ
1 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2024, 06:13 PM ISTরাজনা🐷থ সিং বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন🔴্নত ও স্বনির্ভর দেশে পরিণত করতে হবে।
রাজনা🐷থ সিং বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন🔴্নত ও স্বনির্ভর দেশে পরিণত করতে হবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে ভারতীয় সেনা আ🅘ধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় হুঁশিয়ারির দিকে নজর রাখౠার জন্য সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
ইন্দোরের মহু সেনানিবাসে দু'দিনের সফরে গিয়ে রাজনাথ সিং বলেন, 'নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা ক🔯রে, ভারত খুব ভাগ্যবান দেশ নয়, কারণ আমাদের উত্তর ও পশ্চিম সীমান্ত ক্রমাগত চ্যালেঞ্জের সম💟্মুখীন হচ্ছে।
মহু সেনানিবাসে আর্মি ওয়ার কলেজ (এডাব্লুসি), মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফ্যান্ট্রি স্কু♏ল, ইনফ্যান্ট্রি মিউজিয়াম এবং আর্মি মার্কসম্যানশিপ ইউনিট সহ মূল সেনা প্রশিক্ষণ 🏅প্রতিষ্ঠানগুলির আবাসস্থল।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'অভ্যন্তরীণ ফ্রন্টেও আমাদের চ্যালেঞ্জ রয়েছে। এর প্রেক্ষাপটে আমরা চুপ করে বসে থাকতে পারি না, নির্বღিকার। আমাদের শত্রুরা, অভ্যন্তরীণ বা বাহ্যিক হোক না কেন, সর্বদা সক্রিয় থাকে। এমতাবস্থায় তাদের কর্মকাণ্ডের ওপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ও আত্মনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, 'দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি আপনাদের সবসময় সতর্ক থাকার অনুরোধ করছি। যদিও এই সময়টিকে প্🤡রায়শই শান্তির🌄 সময় বলা হয়, প্রশিক্ষণের সময় আপনাদেরর শৃঙ্খলা এবং উৎসর্গের মনোভাব দেখে আমার উপর গভীর ছাপ ফেলেছিল। আপনার প্রস্তুতি যুদ্ধকালীন সময়ের মতোই কঠোর।