Rohit Sharma: সিডনিতে ঘুরে দাঁড়াতে না পারলে রোহিতের জন্য অপেক্ষা করে রয়েছে লজ্জার রেকর্ড! Updated: 30 Dec 2024, 12:55 PM IST Subhajit Guha Roy টেস্টে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার। এখনও পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফির ৫ ইনিংসে তাঁর সংগ্রহ মোট ৩১ রান, গড় ৬.২০। সিডনিতে ঘুরে না দাঁড়াতে পারলে ভারত অধিনায়কের জন্য অপেক্ষা করে রয়েছে এক লজ্জার রেকর্ড।