India's 'Poorest' CM Mamata's Net Worth: দেশের ৩১ জন CM-এর মধ্যে দরিদ্রতম তিনি, জানেন এহেন মমতার মোট সম্পত্তি কত?
Updated: 31 Dec 2024, 05:59 AM ISTদেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে কোটিপতি হলেন ২৯ জন। দেশের মুখ্যমন্ত্রীদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। দেশের গড় মাথা পিছু আয়ের তুলনায় যা ৭.৩ গুণ বেশি।
পরবর্তী ফটো গ্যালারি