By Suman Roy
Published 25 Dec, 2024
Hindustan Times
Bangla
বর্তমানে ডায়াবিটিস প্রতিটি ঘরেই।
একবার ডায়াবিটিস ধরা পড়লে তা নিয়ন্ত্রণে রাখা হয়ে ওঠে বেশ কষ্টকর।
এ কারণে ডায়াবিটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সবাইকে।
ডায়াবিটিস হওয়ার আগেই প্রি-ডায়াবিটিসের বেশ কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়।
প্রাথমিক অবস্থায় ডায়াবিটিস ধরা পড়লে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব।
চলুন তবে জেনে নেওয়া যাক কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-
ঘনঘন প্রস্রাব হওয়া ও জলতেষ্টা পাওয়া
খিদে বেড়ে যাওয়া
চোখে কম দেখতে শুরু করা
শরীরে ক্ষত বা কাটাছেঁড়া সহজে না সারা
ত্বক শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
ওজন কমে যাওয়া
দুর্বলতা বোধ ও মাথা ঘোরা
খাওয়া-দাওয়ায় অনিয়ম হলে রক্তের শর্করা কমে যাওয়া
মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসব লক্ষণ দেখলে দ্রুত ডায়াবিটিস পরীক্ষা করাতে হবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88