By Sritama Mitra
Published 21 Dec, 2024
Hindustan Times
Bangla
তারাপীঠ মন্দিরে নয়া নিয়মের তালিকা একনজরে
তারাপীঠ মন্দিরে এবার থেকে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ। সিকিউরিটি অফিসে ফোন জমা রেখে ঢুকতে হবে।
মায়ের পুজোর দুটি লাইন থাকে। একটি সাধারণ অপরটি বিশেষ। বিশেষ লাইনে কমিটির অফিস থেকে টাকার বিনিময়ে কুপন নিতে হবে।
গর্ভগৃহে আর নিয়ে যাওয়া যাবে না অগরু ও আলতা-সিঁদুর। পুজোর উপকরণ তারা মাকে অর্পণ করতে হবে সেবায়েতের মাধ্যমে।
প্রতিদিন ভোর সাড়ে ৫টায় মন্দির খুলতে হবে। বেলা ১২টা থেকে দেড়টা, ভোগ নিবেদনের জন্য দেড় ঘণ্টা বন্ধ থাকবে দরজা।
আবার বিকেল ৫ থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত মাকে শীতলভোগ নিবেদন করার সময়ও প্রবেশ করতে পারবেন না ভক্তরা।
প্রতিমার চরণ স্পর্শ করতে পারলেও, প্রতিমাকে জড়িয়ে ধরা যাবে না।
মন্দিরে শৃঙ্খলা ধরে রাখতেই এমন নতুন নিয়ম।
caco88