Hindustan Times
Bangla

আর মাত্র কয়েকটি দিন বাকি ২০২৫ আসতে। আর আগামী বছরেই বলিউড পেতে চলেছে একগুচ্ছ নতুন অনস্ক্রিন জুটি। তালিকায় খুশি ইব্রাহিম থেকে তৃপ্তি সিদ্ধান্ত সহ কারা আছেন?

আজাদ ছবিতে জুটি বাঁধতে চলেছেন আমন দেবগন এবং রাশা থাডানি। অজয়ের ভাইপো হলেন আমন, অন্যদিকে রবিনার মেয়ে হলেন রাশা। 

অনন্যা পান্ডে এবার লক্ষ্যর বিপরীতে অভিনয় করবেন চাঁদ মেরা দিল ছবিটিতে। এটি একটি রোম্যান্টিক ছবি হতে চলেছে। 

দিল কা দরওয়াজা খোল না ডারলিং ছবিতে ওয়ামিকার বিপরীতে থাকবেন সিদ্ধান্ত। 

ধড়ক ২ ছবিটিতে জুটি বাঁধবেন বলিউডের সেনসেশন তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদি। 

লাভেয়াপা ছবিতে জুটি বাঁধতে চলেছেন জুনায়েদ খান এবং খুশি কাপুর। জুনায়েদ খান হলেন আমির খানের ছেলে। তিনি ইতিমধ্যেই বলিউডে অভিষেক সেরে ফেলেছেন। 

নাদানিয়া ছবিতে খুশি কাপুরের বিপরীতে দেখা যাবে ইব্রাহিম আলি খানকে। 

caco88