Hindustan Times
Bangla

শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল মোহনবাগান।

নয় ম্যাচের পরে হারের মুখোমুখি হতে হল মোহনবাগানকে।

এদিন ব্রাইসন ফার্নান্ডেজের গোলে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া।

পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে সমতায় ফিরিয়ে ছিলেন দিমিত্রি পেত্রাতোস।

এরপরে ফের ম্যাচের ৬৮ মিনিটে গোয়েকে এগিয়ে দেন ব্রাইসন ফার্নান্ডেজ।

ম্যাচ হারলেও এখনও মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

১২ ম্যাচের পরে মোহনবাগানের সংগ্রহে রয়েছে পয়েন্ট ২৬।

এই ম্যাচ হেরে একে মোহনবাগান, ম্যাচ জিতেও তিন নম্বরে উঠল এফসি গোয়া। 

এই মুহূর্তে এফসি গোয়ার সংগ্রহে রয়েছে ২২ পয়েন্ট।

caco88