Hindustan Times
Bangla

১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে জিতল ওড়িশা

দ্বিতীয়ার্ধে লালচুংনুঙ্গার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল।

২২ অক্টোবর আইএসএলে শেষ বার এই ওড়িশার কাছেই হেরেছিল ইস্টবেঙ্গল।

বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ওড়িশার কাছেই হারল ১-২ গোলে।

তবে গোটা দ্বিতীয়ার্ধ দশ জনে খেলেছিল ইস্টবেঙ্গল।

বুমোসকে মেরে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন, পরে মৌরিসিয়ো পড়ে যান লাল কার্ড দেখেন জিকসন

ম্যাচে চোট পেলেন তালাল, স্ট্রেচারে করে মাঠ থেকে বার করতে হল তাঁকে।

এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ইস্টবেঙ্গলের অপরাজিত থাকার যে দৌড় শুরু হয়েছিল যেটা থামাল ওড়িশা।

হেরে আইএসএলে ১১ নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। ওড়িশা উঠে এল তিন নম্বরে।

caco88