By
Published 28 Dec, 2024
Hindustan Times
Bangla
ক্রিসমাসের ছুটিতে ক্যাটরিনার সঙ্গে লন্ডনেই রয়েছেন ভিকি কৌশল। তাঁদের সেই ছুটি কাটানোর বেশকিছু মুহূর্ত সোশ্যল মিডিয়ায় পোস্ট করলেন ক্যাট
ক্যাটরিনার পোস্টে পাহাড়ের নির্জনতায়, একান্তে ভিকির সঙ্গে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেল অভিনেত্রীকে।
ক্য়াটরিনার পোস্ট থেকেই জানা যাচ্ছে, তাঁরা যেখানে ছুটি কাটাতে গিয়েছেন, সেখানে পাহাড় ও সমুদ্রও হাত ধরাধরি করে মিলেমিশে গিয়েছে।
লন্ডন সংলগ্ন কোনও এক উপকূলবর্তী অঞ্চলে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভিকি-ক্যাট।
ক্যাটের পোস্টে দেখা যাচ্ছে, পাহাড় যেখানে শেষ হয়েছে, সেখানেই শুরু হয়েছে সমুদ্রের।
শুধুই ক্য়াট নয়, শ্যালিকা ও বন্ধু-বান্ধবদের একসঙ্গে নিয়ে বড় একটা গ্রুপ করে সেখানে বেড়াতে গিয়েছেন ভিকি কৌশল।
ক্যাটরিনার তিন দিদি, তিন বোন ও এক দাদা। অর্থাৎ ক্যাটরিনা কাইফরা মোট আট ভাইবোন। তাঁরা সকলেই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।
ক্যাটরিনার বাবা ভারতীয় হলেও মা ক্রিশ্চান, ছোট থেকে ক্যাথলিক রীতি মেনেই বড় হয়েছেন অভিনেত্রী। ভিকি তাঁদের পরিবারের একমাত্র পাঞ্জাবি জামাই।
ক্যাটের দিদি-বোনেরা সকলেই মায়ের পদবি (টারকোট) ব্যবহার করেন। বলিউডে কেরিয়ার গড়তে মায়ের পদবি বদলে (কাইফ) বাবার পদবি ব্যবহার শুরু করেছিলেন ক্যাটরিনা।
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…
caco88