By Sanjib Halder
Published 20 Dec, 2024
Hindustan Times
Bangla
নতুন লুকে সামনে এলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
বিরাট কোহলির এই নতুন লুক দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট জর্ডান তাবাকম্যান।
এর আগেও বহুবার কোহলিকে নতুন লুক দিয়েছিলেন জর্ডান তাবাকম্যান।
শুধু কোহলি নন, জর্ডান হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলকেও নতুন লুক দিয়েছিলেন
তবে এই প্রথম নয় যে কোহলি নিজের লুক চেঞ্জ করলেন। বারবার নতুন হেয়ারকাট নিয়ে ভক্তদের সামনে আসেন কোহলি।
শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের যেখানেই যাক না কেন, বিরাট কোহলি নিজের চুল ও দাড়ির স্টাইল করে থাকেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকাকালীনও এই স্টাইল করতে দেখা গিয়েছে।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট সেভাবে কথা বলতে পারছে না। তাই হয়তো চুল কেটে ভাগ্য বদলাতে চাইলে কোহলি।
চলতি BGT 2024-25 তে একটি শতরান করেছেন, তবে তারপর সেভাবে রান পাননি কোহলি। এখন দেখার ভাগ্য বদলায় কিনা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88