Hindustan Times
Bangla

সম্প্রতি নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়েছিল কাপুর খানদান। রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে যে অনুষ্ঠান এবং ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছেন তাঁরা সেটারই আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। 

সেখানে রণবীর, আলিয়া, করিশ্মা এমনকি নিতু কাপুরকে চিনলেও বাকিদের চেনেন কী? জেনে নিন তাঁরা কে কী করেন। 

ঋদ্ধিমা কাপুর সাহনি: ইনি হলেন নিতু কাপুর এবং ঋষি কাপুরের মেয়ে। 

রিমা জৈন: রাজ কাপুরের মেয়ে ইনি। 

আরমান জৈন: রিমার ছেলে হন আরমান। 

অনিশা মালহোত্রা জৈন: আরমানের স্ত্রী হন অনিশা। 

আদর জৈন: রিমার ছোট ছেলে এবং আরমানের ভাই হন আদর। 

নিখিল নন্দা: রাজ কাপুরের নাতি এবং ব্যবসায়ী। 

নাতাশা নন্দা: নাতাশা হলেন রাজ কাপুরের নাতনি এবং নিখিলের বোন। 

রণবীর কাপুর: রাজ কাপুরের নাতি এবং অভিনেতা। 

আলিয়া ভাট: অভিনেত্রী এবং রাজ কাপুরের নাতবউ তথা রণবীরের স্ত্রী। 

করিনা কাপুর: রাজ কাপুরের নাতনি এবং অভিনেত্রী। 

সইফ আলি খান: রাজ কাপুরের নাত জামাই এবং অভিনেতা। 

নিতু কাপুর: ঋষি কাপুরের স্ত্রী, অভিনেত্রী এবং রাজ কাপুরের বউমা। 

করিশ্মা কাপুর: রাজ কাপুরের নাতনি এবং রণধীর কাপুরের মেয়ে। 

caco88