বিচ্ছেদের বছর পেরিয়েছে। দুজনেই যে যাঁর নিজের মতো জীবনে এগিয়ে গিয়েছেন, নতুন করে সাজিয়েছেন জীবন। তবুও প্রাক্তনের সঙ্গে আজও ভালো সম্পর্ক আছে। এমন উদাহরণ বলিউডে ভুরি ভুরি আছে। কিন্তু তাঁরা কারা?
অনুরাগ কাশ্যপ এবং কালকি কোয়েচলিনকেই দেখুন। প্রাক্তনের মেয়ের বিয়েতে অভিনেত্রী কেবল এলেন না, করলেন দুর্দান্ত মজাও।
মালাইকা আরোরা এবং আরবাজ খান তাঁদের ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন বেশ কয়েক বছর হল। আরবাজ আরেকটি বিয়ে করেছেন, মালাইকাও অন্য সম্পর্কে জড়িয়েছিলেন বিচ্ছেদের পর।
তবুও এখনও তাঁদের মধ্যে সুসম্পর্ক আছে। দুজন মিলেই সন্তানকে মানুষ করছেন।
ফারহান আখতার এবং আধুনা আখতার তাঁদের ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। তবুও এখনও তাঁরা একে অনুপার ভালো বন্ধু। একসঙ্গেই সন্তানদের মানুষ করছেন।
হৃতিক রোশন এবং সুজেন খান বিচ্ছেদের পর দুজনেই নতুন সম্পর্ক জড়িয়েছেন। তবে তাঁরা এখনও ভালো বন্ধু এবং একসঙ্গেই সন্তানদের মানুষ করছেন।
আমির খান এবং রিনা দত্তের দুই দশক আগে বিচ্ছেদ হলেও তাঁরা এখনও ভালো বন্ধু। মাঝে মধ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়।
আমির খান এবং কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদ হলেও তাঁরা একই সঙ্গে তাঁদের সন্তানকে মানুষ করছেন। এমনকি তাঁরাও একে অন্যের ভালো বন্ধু।
কমল হাসান এবং সারিকার বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে আজও সুসম্পর্ক আছে।