By Laxmishree Banerjee
Published 21 Dec, 2024
Hindustan Times
Bangla
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি এই ১০ জনকে সার্চ করেছে ভারত।
কুস্তিগীর থেকে রাজনীতিবিদ হওয়া ভিনেশ ফোগাট কৃতিত্ব এবং অনুপ্রেরণামূলক যাত্রার সঙ্গে গুগল সার্চ চার্টে নেতৃত্ব দিচ্ছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই বছর ভারতে দ্বিতীয় সর্বাধিক গুগল করা ব্যক্তি।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এই বছর ভারতে তৃতীয় সর্বাধিক গুগল করা ব্যক্তি।
ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া চতুর্থ সর্বাধিক গুগল করা ব্যক্তি।
পবন কল্যাণ, জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিবিদ, সবচেয়ে বেশি গুগল করা ব্যক্তি হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন।
শশাঙ্ক সিং, পাঞ্জাব কিংসের উদীয়মান ক্রিকেটার, সবচেয়ে বেশি গুগল করা খেলোয়াড়দের মধ্যে একজন।
পুনম পান্ডে, মডেল এবং অভিনেত্রী, ভারতের অন্যতম গুগল করা ব্যক্তিত্ব।
অনন্ত আম্বানির স্ত্রী, আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা মার্চেন্টও এই বছর স্পটলাইটে ছিলেন।
ক্রিকেটার অভিষেক শর্মাও এই বছর ভারতে সবচেয়ে বেশি গুগল করা ব্যক্তিত্বদের মধ্যেও রয়েছেন।
ভারতের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ভারতের সর্বাধিক গুগল করা ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88