Hindustan Times
Bangla

প্রতি বছরই বেশ কিছু ট্রেন্ড আসে মিম ভাইরাল হয়। ২০২৪ প্রায় শেষের পথে, এই বছর কোন কোন মিম ঝড় তুলেছিল নেটপাড়ায়? 

বাদো বাদি মিমের কথা কি নতুন করে বলতে লাগবে? চাহাত ফতেহ আলি খানের সুবাদে এই শব্দ বন্ধনী দারুণ জনপ্রিয়। 

আহা টামাটাটর গানটিও ব্যাপক হিট করেছিল এই বছর। 

চিল গাই মিমও ব্যাপক ভাইরাল হয়েছিল ২০২৪ সালে।

টিকটকার জুলস লেব্রন ভাইরাল করেছিলেন ভেরি ডিম্যুর, ভেরি মাইন্ডফুল। অর্থাৎ সুন্দর। এই ট্যাগলাইন নাসা সহ অনেকেই ব্যবহার করেছেন বিভিন্ন সময়। 

চিন টাপাক ডম ডম তো এখনও ট্রেন্ডিং। 

গে হ্যায় আপ মন্তব্যটিও দারুণ ভাইরাল হয়েছিল। 

এছাড়া ইউ ব্রাদার মিম ঝড় তুলেছিল এই বছর নেটপাড়ায়।

caco88