By Sayani Rana
Published 30 Dec, 2024
Hindustan Times
Bangla
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরই শুরু নতুন বছর। এই সময় অনেকই তাঁর কাছের মানুষ ও বন্ধু-বান্ধবদের উপহার দিয়ে থাকেন।
কিন্তু কী গিফট দেওয়া যায় তা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। তবে চিন্তার কিছু নেই। আপনার জন্য রইল কিছু গিফটের আইডিয়া।
উপহার বলতেই সকলের মাথায় আগে যে নামটা আসে তা হল চকলেট। আর উপহার হিসবে চকলেট পেলে সকলেই খুশি হয়ে যান।
তাছাড়াও নিউ ইয়ার উপলক্ষ্যে কেক বা কুকিজ দেওয়া যেতে পারে। কিংবা একসঙ্গে কেক, কুকিজ আর চকলেট সেট হিসেবে দেওয়া যেতে পারে।
বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীকে গিফট হিসেবে স্মার্ট হোম ডিভাইস উপহার দেওয়া যেতে পারে।
তাছাড়াও স্মার্ট ফোনও ভালো গিফট হতে পারে।
শীতের মরশুমে ভালো ময়শ্চারাইজার গিফট করা যেতে পারে। তাছাড়াও ক্লিনজার, টোনার, সিরাম, সানস্ক্রিন, লিপ বাম উপহার হিসেবে দিতে পারেন।
তাছাড়া তিনি যদি মেকআপ ভালোবাসেন তবে তাও তাঁকে উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
বন্ধু, পরিবার এবং সহকর্মীদের জন্য উপহার হিসাবে ভালো পারফিউম বেছে নিতে পারেন।
তবে আরও একটি খুব ভালো উপহার হতে পারে বই। কিন্তু এক্ষেত্রে যাঁকে বই দিচ্ছেন তাঁর কোনও বিষয় পছন্দ তা মাথায় রেখে দিতে হবে।
তাছাড়াও ছোট গাছ বা বাড়িতে রাখা যায় এই রকম গাছ উপহার হিসেবে দিতে পারেন। যেমন- লাকি ব্যাম্বু, স্নেক প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, ক্যাকটাস ইত্যাদি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88