Hindustan Times
Bangla

দেখতে দেখতে একটা নতুন বছর এসেই গেল। ২০২৫ সালে দর্শকদের প্রত্যাশা পূরণ করে আসছে একগুচ্ছ নতুন সিরিজ। তালিকায় আছে কী কী?

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দুর্দান্ত সাড়া পেয়েছে পঞ্চায়েতের ৩টি সিজন। এবার পালা চতুর্থ সিজনের। ২০২৫ সালেই আসবে এই সিরিজ। 

২০১৫ সালের পাতাললোক সিরিজের দ্বিতীয় ভাগ আসছে ২০২৫ এর জানুয়ারিতেই। 

এখনও পর্যন্ত ডেট ঘোষণা না করা হলেও ২০২৫ এই মুক্তি পাবে দ্য ফ্যমিলি ম্যান ৩। 

কাজল অভিনীত দ্য ট্রায়ালসের পরের ভাগ অর্থাৎ দ্য ট্রায়ালস সিজন ২ আসতে চলেছে। 

বিজয় ভার্মা অভিনীত মটকা কিং সিরিজটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এটিও এই বছরই মুক্তি পাবে। 

শশী কাপুরের নাতি বলিউডে পা রাখছেন ব্ল্যাক ওয়ারেন্ট সিরিজের মাধ্যমে। জাহান কাপুর অভিনীত সিরিজ মুক্তি পাবে ২০২৫ এই।

ডাব্বা কার্টেল নামক ওয়েব সিরিজটিও আসবে এই বছরই। 

caco88