By Sayani Rana
Published 12 Dec, 2024
Hindustan Times
Bangla
আল্লু অর্জুনের 'পুষ্পা ২' ইতিমধ্যেই বক্স অফিসে অপ্রতিরোধ্য, প্রথম সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে।
মাত্র ৬ দিনে, ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাওয়ার রেকর্ডও ভেঙেছে।
'আরআরআর', 'জওয়ান' এবং 'কল্কি'-এর মতো অন্যান্য ব্লকবাস্টার ছবিগুলি এই গণ্ডি পাড় করতে কত সময় নিয়েছিল খেয়াল আছে? না হলে দেখে নিন।
১০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাওয়ার প্রথম ভারতীয় ছবির রেকর্ড গড়ে ছিল 'বাহুবলী ২'।
তারপর মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল 'কল্কি ২৮৯৮ এডি'।
কিন্তু যশের 'KGF চ্যাপ্টার ২' মুক্তির ১৬ দিনের মাথায় এই গণ্ডি পাড় করে।
অন্যদিকে, অস্কারের মঞ্চে আলো করা 'আরআরআর'ও এই গণ্ডি পাড় করতে ১৬ দিন সময় নিয়েছিল।
তবে এই ১০০০ কোটির ক্লাবে পৌঁছতে শাহরুখ খানের 'জওয়ান' নিয়েছিল ১৮ দিন।
বাদশার আর এক ছবি 'পাঠান'ও ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে, তবে তাঁর জন্য সময় নেয় প্রায় ২৭ দিন।
আমির খানের 'দঙ্গল' ১৫৪ দিনে পাড় করেছিল ১০০০ কোটি। বিশেষ করে এটি চীনে ব্যাপক ব্যবসা করেছিল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88