By Subhasmita Kanji
Published 27 Dec, 2024
Hindustan Times
Bangla
২০২৪ সালে একাধিক টলিউড এবং বলিউড তারকারা বাবা মা হয়েছেন। তালিকায় আছেন রণবীর সিং দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কোয়েল মল্লিক নিসপাল সিং রানে সহ কারা?
চলতি বছর প্রথমবার বাবা মা হওয়ার স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সেপ্টেম্বরের ৮ তারিখ ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে দুয়া।
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালও এই বছর বাবা মা হলেন প্রথমবার। তাঁরাও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। একরত্তির নাম লারা।
ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ দ্বিতীয়বারের জন্য বাবা মা হন বিরাট অনুষ্কা। জন্ম নেয় তাঁদের ছেলে অকায়।
কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানেও এই বছর দ্বিতীয়বারের জন্য বাবা মা হন। সদ্যই জন্ম হয়েছে তাঁদের মেয়ের।
শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের সংসারে এসেছে তাঁদের মেয়ে। দীপাবলির সময় ভূমিষ্ট হয়েছে একরত্তি।
জুলাই মাসে বাবা মা হন রিচা চাড্ডা এবং আলি ফজল। তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন জুনেয়রা ইদা ফজল।
ইয়ামি গৌতম এবং আদিত্য ধরের সংসারে এসেছে ফাঁদে ছেলে বেদাবিদ।
১২ ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসে এবং তবে স্ত্রী শীতল ঠাকুর ফেব্রুয়ারি মাসে জন্ম দিয়েছেন তাঁদের ছেলেকে। একরত্তির নাম বরদান।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88