By Tulika Samadder
Published 19 Dec, 2024
Hindustan Times
Bangla
এই ১ ফুলের পাঁপড়ি দিয়ে চা বানিয়ে খেলেই পেটের চর্বি গায়েব, রোগা করবে দ্রুত
ওজন কমানোর পানীয় হিসেবে গোলাপের চা বেশ কার্যকরী হিসেবে মানা হয়। গোলাপ চা ইদানীং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
ওজন কমানোর জন্য অনেকেই ভরসা করেন গোলাপ ফুলের পাঁপড়ি দিয়ে বানানো চায়ের উপরে।
গোলাপ চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে। সঙ্গে এটি হজমের উন্নতি করে।
দিনে ১-২ কাপ গোলাপ চা খাওয়ার অভ্যেস আপনাকে দ্রুত রোগা করতে পারে।
শরীর থেকে টক্সিন বের হয়ে গেলে আপনার শরীরের পক্ষে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা সহজ হয়ে যায়।
গোলাপের চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এটি ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় আপনাকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
বাজারে পাওয়া যাওয়া গোলাপের শুকনো পাঁপড়ি কিনে আনুন। এবার জল ফুটিয়ে নিন।
তারপর ফুটনো জলে পাঁপড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখুন মিনিট ১০। এরপর গরম গরম পান করুন। চিনি দেবেন না ভুলেও!
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88