By
Published 27 Dec, 2024
Hindustan Times
Bangla
বিয়ের পর রাতুলের সঙ্গে নতুন দাম্পত্য জীবন সুখেই কাটছে রূপাঞ্জনা মিত্রের। ফের একবার সপরিবারে বেড়াতে চলে গিয়েছেন রাতুল-রূপাঞ্জনা।
উত্তরবঙ্গে পাহাড়ের কোলে সময় কাটাতে চলে গিয়েছেন রাতুল-রূপাঞ্জনা। এই মুহূর্তে কালিম্পং-এ রয়েছেন এই দম্পতি, রূপঞ্জনার ছেলে রিয়ানও তাঁদের সঙ্গেই গিয়েছেন।
পাহাড়ের কোলে সময় সময় কাটানোর নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন রাতুল-রূপাঞ্জনা।
হোটেলের ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যাচ্ছে পাহাড়, সেখানে দাঁড়িয়ে ছেলে রিয়ানকে আবেগে জড়িয়ে ধরলেব রূপাঞ্জনা।
রূপাঞ্জনা পুত্রকে আপন করে নিয়েছেন রাতুলও। বহু আগে থেকেই রাতুল-রিয়ানের সুন্দর একটা বন্ধুত্ব রয়েছে। পাহাড়ে বেড়াতে গিয়েও লেন্সবন্দ সেই বন্ধুত্বের ছবি।
শুক্রবার রূপাঞ্জনা তাঁর পাহাড়ে কাটানো ছুটির ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন 'Nearby Paradise', অর্থাৎ স্বর্গের খুব কাছে।
চলতি ২০২৪-এর ১৯ এপ্রিল সামাজিক নিয়ম মেনে বিয়েটা সেরে ফেলেছিলেন রাতুল-রূপাঞ্জনা। বিয়ের পর গত মে মাসে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন কাশ্মীর।
গত নভেম্বরে ত্রিপুরা থেকেও ঘুরে এসেছেন রাতুল-রূপাঞ্জনা-রিয়ান। আর এবার ক্রিসমাসের ছুটিতে তাঁদের গন্তব্য উত্তরবঙ্গ, কালিম্পং।
পাহাড়ে গিয়ে স্থানীয় খাবার-দাবার চেখে দেখতেও ছাড়ছেন না রাতুল-রূপাঞ্জনা।
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…
caco88