Hindustan Times
Bangla

বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

১০ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মনমোহন সিং।

মনমোহন সিং দীর্ঘ দিন ধরে তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর শুনে শোকাহত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের প্রাক্তন অধিনায়ক মনমোহন সিংকে নিয়ে অতীতের একটি গল্প শেয়ার করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘মনমোহন সিং-এর আত্মার শান্তি কামনা করি।’

সৌরভ বলেন, ‘মনমোহন সিং অত্যন্ত শিক্ষিত, তাঁকে প্রচুর মানুষ শ্রদ্ধা করতেন।’

সৌরভ বলেন, ‘আমার সঙ্গে সেভাবে কখনও কথা হয়নি। কয়েকটা অনুষ্ঠানে দেখা হয়েছিল।’

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘নাগপুরে আমি শেষ টেস্ট খেলার পর তিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন।’

caco88