By Sanjib Halder
Published 15 Dec, 2024
Hindustan Times
Bangla
বেঙ্গালুরুতে বসেছিল উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫-এর মিনি নিলামের আসর।
ভারতের আনক্যাপড খেলোয়াড় সিমরান শেখ পেয়েছেন এই নিলামের সর্বাধিক টাকা।
গুজরাট জায়ান্টস দল সর্বোচ্চ ১.৯০ কোটি টাকা দিয়ে সিমরান শেখকে দলে নিয়েছে।
এরপরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার দিয়েন্দ্রা ডটিনের নাম।
১.৭০ কোটি টাকা দিয়ে গুজরাট জায়ান্টস দিয়েন্দ্রা ডটিনকে দলে নিয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স ১.৬০ কোটি টাকা দিয়ে তাদের দলে অলরাউন্ডার জি কমলিনীকে নিয়েছে।
১৬ বছরের জি কমলিনীর এই নিলামে বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রেমা রাওয়াতকে ১.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে।
এন চারানিকে ৫৫ লক্ষ টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস
এরপরে বাকি ১৪ জন ক্রিকেটার কেউই ৩০ লক্ষ টাকার বেশি পাননি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88