By
Published 29 Dec, 2024
Hindustan Times
Bangla
মেয়ের বয়স এখনও দু'মাসও হয়নি, তারই মাঝে ক্রিসমাস ছুটি কাটাতে কাঞ্চন শ্রীময়ীর গন্তব্য এখন সিকিম।
ক্রিসমাসের আগেই বউ ও পরিবারকে নিয়ে সিকিমের পেলিং শহরে পৌঁছে গিয়েছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক।
পাহাড়ি শহরে ছুটি কাটানোর নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন শ্রীময়ী চট্টরাজ।
শীত পোশাক পরে বরফে মাখামাখি হতে দেখা গিয়েছে কাঞ্চন-শ্রীময়ী।
রোম্যান্টিক মুডে একাধিক ছবি পোস্ট করেছেন তারকা দম্পতি।
পাহাড়ি নদীতে বরফ গোলা ঠান্ডা কনকনে জলে বোটিং করতেও দেখা গিয়েছে কাঞ্চন শ্রীময়ীকে। তাঁদের সঙ্গী হয়েছেন পরিবারের আরও একজন সদস্য।
বরফের চাদরে ঢাকা সিকিম থেকে কাঞ্চন-শ্রীময়ীর নানান পোস্টে মুগ্ধ হতে হয় বৈকি!
কাঞ্চন-শ্রীময়ীর হোটেল থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যা যেকোনও পাহাড়প্রেমী মানুষকে মুগ্ধ করবে।
এমন ছবি দেখে নেটপাড়ার প্রশ্ন, এটা কার পিঠে চড়েছেন শ্রীময়ী?
সাদা লোমশ এই পাহাড়ি কুকুরকে কোলে নিয়ে আদরে ভরালেন শ্রীময়ী চট্টরাজ।
পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে ঝর্না ধারা!, মনমুগ্ধকর নানান ছবি পোস্ট করলেন কাঞ্চনপত্নী।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।
caco88