Hindustan Times
Bangla

দেখতে দেখতে চোখের নিমিষে শেষ আরও একটা বছর। তবে বছর জুড়েই ছিল বিনোদন। বাংলা ছবির ভালো-মন্দ, ওঠা-পড়া নিয়ে বছরটা ছিল বেশ রোমাঞ্চকর আর জমজমাট।

এবছর তো অনেক ছবিই এল। কিন্তু এমন বেশ কিছু ছবি এসেছে যা না দেখলেই মিস। কোন কোন ছবি আছে সেই তালিকায়?

 প্রায় ছয় সপ্তাহ রমরমিয়ে চলেছিল ‘অযোগ্য’। বছর শেষের ওয়াচলিস্টে স্বাচ্ছন্দ্যেই রাখতে পারেন এই ছবি।

তাছাড়াও মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’ও করেছিল বাজিমাত। প্রায় সাত সপ্তাহ চলেছিল এই ছবি। 

শহরে উত্তাল পরিস্থিতির জন্য 'পদাতিক' বাণিজ্যিক ভাবে দারুণ ফল করতে না পারলেও ছবি হিসেবে যে অনেকটাই এগিয়ে তা বলাই যায়।

তাছাড়াও ওই একই সময় মুক্তি পেয়েছিল বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে 'বাবলি'। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  

Enter text Hereপাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী' পুজোয় মুক্তি পেলেও এখন রমরমিয়ে চলছে বক্সঅফিসে।

তাছাড়াও নভেম্বরে মুক্তি পেয়েছিল ‘যমালয়ে জীবন্ত ভানু’। ছবিতে ভানু বন্দোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টপাধ্যায়কে।

এছাড়াও এই বছরে মুক্তি পাওয়া জিৎ-রুক্মিণীর ছবি 'বুমেরাং'ও যে বেশ বিনোদন মূলক ছবি তা বলাই যায়।

তবে বছর শেষে এখন বক্স অফিস কাঁপাচ্ছে দেবের 'খাদান'। 

কিন্তু পিছিয়ে নেই রাজ চক্রবর্তী পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'সন্তান'ও।

caco88