By Sanjib Halder
Published 29 Dec, 2024
Hindustan Times
Bangla
MCG-তে টেস্টে ভারতের বিরুদ্ধে নজির গড়লেন নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড।
এই নজির তারা বল হাতে করেননি, এই কৃতিত্ব অর্জন করেছেন ব্য়াট হাতে।
আসলে দশম উইকেটে জুটিতে ১০০-র বেশি বলের মুখোমুখি হয়েছেন তারা।
দশম উইকেটে ১০০-র বেশি বলের মুখোমুখি হওয়া আট নম্বর জুটি হয়েছেন তাঁরা।
টেস্টে ভারতের বিরুদ্ধে দশম উইকেটে ১০০-র বেশি বল খেলা জুটি গুলি দেখে নিন।
২০০০ সালে দিল্লিতে ভারতের বিরুদ্ধে ২৩৫ বল খেলেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার-হেনরি ওলোঙ্গা জুটি।
এই তালিকার ৮ নম্বরে রয়েছেন নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড, মেলবোর্নে তারা খেলেছেন ১০৭ বল।
চলতি সিরিজে জোশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের জুটি পার্থে ১০৮ বল খেলেছিলেন।
২০১৪ সালে নটিংহামে জেমস অ্যান্ডারসন এবং জো রুট ৩২০ বল খেলেছিলেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88