Hindustan Times
Bangla

২০২৪-এ বাবা-মা হয়েছেন গায়ক দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ওরফে মোহর।

বছরের শুরুতে, গত ৪ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই বাবা-মা হওয়ার খবর দেন দুর্নিবার-মোহর।

২০২৪-এর অগস্ট মাসে কন্যা সন্তান ঘরে আসে টেলি দম্পতি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের।

ঘরে লক্ষ্মী আসার খবর নিজেরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন রাহুল-প্রীতি।

২০২৪-এ সবথেকে বড় চমকটা দিয়েছেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। ২ নভেম্বর সকলকে চমকে দিয়ে সুখবর শোনান এই দম্পতি।

আদরের মেয়ের নাম 'কৃষভি' রেখেছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানান মিস্টার অ্যান্ড মিসেস মল্লিক।

বছরের শেষে সুখবর শোনান নিসপাল সিং রানে ও কোয়েল মল্লিক। দ্বিতীয় সন্তান এসেছে তাঁদের ঘরে।

এবার কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন, অর্থাৎ কবীরের বোন এসেছে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান নিসপাল-কোয়েল।

আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…

caco88