একদিকে যেমন পৃথিবীর প্রায় প্রত্যেকটি প্রাণী ছুটে বেড়াচ্ছে নিজের গতিতে, সেখানে এই ৬ প্রাণীর মন্থর গতি, আপনাকে করবে অবাক
স্লথ একপ্রকার স্তন্যপায়ী বৃক্ষচারী জীব, যার নড়াচাড়া করতে প্রায় লেগে যায় অনেক সময়
শামুক এমন একটি প্রাণী যার ০.০৩ মাইল অতিক্রম করতে লেগে যায় এক ঘন্টা
জলজ প্রাণীর মধ্যে স্টারফিস হল সবথেকে মন্থর জীব, যার এক ইঞ্চি নড়াচড়া করতে লেগে যায় কয়েক ঘন্টা
দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ আফ্রিকার অন্যতম সুপরিচিত জীব লরিস। এক মিনিটে এক ইঞ্চি নড়তে পারে এই প্রাণী
০.০১ মাইল অতিক্রম করতে ১ ঘন্টা লেগে যায় সি হর্সের। বোঝাই যাচ্ছে জলজ প্রাণীর মধ্যে অন্যতম মন্থর এই প্রাণী
মন্থরগতির জন্য বিখ্যাত যে প্রাণীর কথা ছোটবেলা থেকেই শুনে আসছে সকলে, সেই প্রাণী হল কচ্ছপ। একটি স্থান থেকে অন্য স্থানে যেতে কয়েক ঘন্টা লেগে যায় এই প্রাণীর।