একে তো প্রচন্ড গরম। তার উপর বাজারে যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তাহলে তো মধ্যবিত্তের চাপ আরও বাড়বে।এদিকে বাজারে রোজকඣার জিনিসপত্রের দাম যাতে বৃদ্ধি না পায় সেকারণে বাজারে টাস্ক ফোর্সের নজরদারির ব্যাপারে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ পাওয়ার পরেই মঙ্গলবার বাজারে নামল টাস্ক ফোর্স।
কলকাতার একাধিক বাজারে পরিদর্শন করে টাস্ক ফোর্স। ইবি ও টাস্ক ফোর্সের যৌথ বাহিনী এই অভিযান চালায়। সবজি বাজার🔥ের পাশাপাশি, মাছ বাজার, ডিমের বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা।
টাস্ক ফোর্সের সদ🐓স্য রবীন্দ্রনাথ কোলে, কমল দে প্রমু𓄧খরা এই অভিযানে শামিল হয়েছেন। কলকাতার মানিকতলা বাজারেও পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্যরা। বাগমারি বাজারও পরিদর্শন করেন টাস্ক ফোর্স ও ইবির সদস্যরা।
এদিকে ক্রেতাদের একাংশের দাবি টাস্ক ফোর্সের সামনে বিক্রেতারা একরকম দাম বলেন। আবার তাঁরা চলে গেলেই দাম বেড়ে যায়। এটা দেখা �🀅�দরকার।
রবীন্দ্রনাথ কোলে বলেন, ৮ তারিখে মিটিং হয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন দাম না বাড়🐟ে। মুখ্যমন্ত্রীর কড়া নির্🎉দেশ রয়েছে যে গোটা বছর ধরে এই নজরদারি চালাতে হবে। মাস খানেক এটা বন্ধ ছিল। তারপর আবার চালু হয়েছে এই নজরদারি। এটা লাগাতার একটা পদ্ধতির মধ্য়ে থাকবে। মানুষ যাতে কষ্ট না পান, মানুষের পকেট থেকে যাতে টাকা না বেরিয়ে যায় অনর্থক সেকারণেই এই উদ্যোগ। আমরা মাছ মাংস চিকেন সব কিছু এমনকী চালের বাজারেও গিয়েছি। চালের দাম প্রায় ১০ টাকা করে কমে গিয়েছে। মিনিকিটের দাম কমেছে। বাজার এখন স্বাভাবিক। মশলার দামও স্বাভাবিক। তবে কেবলমাত্র পোস্তর দামটা একটু বেড়েছে। আমরা বাজারে নজর রেখেছি। আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারি বাজার ঠিক আছে।
এদিকে একাধিক বাজারে যান টাস্ক ফো🀅র্সের সদস্যরা। মাছের বাজারেও যান তাঁরা। ইলিশ মাছ এক কেজি সাইজেরগুলির দাম ১৪০০ টাকা প্রতি কেজি।
শাকসবজির বাজারেও যান তাঁরা। সেখানে গিয়ে একে একে শাক সবজির দাম জিজ্ঞাসা ♕করেন তাঁরা। তবে মোটের উপর দাম অনেকটাই ঠিকঠাক রয়েছে। কিছু ক্ষেত্রে প💞েঁয়াজের দাম যাতে আরও কিছুটা কমানো হয় সেকারণে বলা হয় বিক্রেতাকে।
মূলত সবজির, মাছ মা🔯ংস, ডিমের দাম যাতে আচমকা বাড়িয়ে দেওয়া না হয় সেকারণে বার বার নির্দেশ দেওয়া হয় টাস্ক ফোর্সের সদস্যদের তরফে।