দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক বলা হয়। একটা সময় একাদশ শ্রেণি এবং দ🏅্বাদশ শ্রেণি মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হত। তবে এখন আর সেটা হয় না। এখন শুধু দ্বাদশ শ্রেণি নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। আগে ১,০০০ নম্বরের পরীক্ষা হত। এখন পরীক্ষার পূর্ণমান হল ৫০০। এমনিতে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ৩ মার্চ থেকে। পরীক্ষা শেষ হয় ১৮ মার্চ। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের ক্ষেত্রে সাধারণত ৯০ দিনেඣর সময়সীমা মেনে চলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে গত কয়েক বছরে মোটামুটি দু'মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হচ্ছে। এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে।
আরও পড়ুনছ'টি বিষয় থাকে। ৫০০ নম্বরের পরীক্ষা হয়। দুটি ভাষা ও বাকি তিনটি সেরা বিষয়ের নম্বর যোগ করা হয়।
হিন্দুস্তান টাইমস বাংলা (pbvcasino.com)।
২০২৬ সাল থেকে সেমেস্টার ভিত্তিতে উচ্চমাꦗধ্যমিক পরীক্ষা শুরু হবে।
উচ্চমাধ্যমি🔴ক শিক্ষা𓂃 সংসদ আয়োজন করে উচ্চমাধ্যমিক পরীক্ষার।