HS 2025 Result: ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা-সহ যাবতীয় তথ্য দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়
title_temp

উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫

  • রোল নম্বর*
  • রেজিস্ট্রেশন নম্বর*
  • নাম

আমি এই ওয়েবসাইটের শর্তাবলী মেনে নিচ্ছি এবং বিপণন তথ্য পাওয়ার ♉জন্য সম্মতি দিচ্ছি।

দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক বলা হয়। একটা সময় একাদশ শ্রেণি এবং দ🏅্বাদশ শ্রেণি মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হত। তবে এখন আর সেটা হয় না। এখন শুধু দ্বাদশ শ্রেণি নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। আগে ১,০০০ নম্বরের পরীক্ষা হত। এখন পরীক্ষার পূর্ণমান হল ৫০০। এমনিতে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ৩ মার্চ থেকে। পরীক্ষা শেষ হয় ১৮ মার্চ। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের ক্ষেত্রে সাধারণত ৯০ দিনেඣর সময়সীমা মেনে চলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে গত কয়েক বছরে মোটামুটি দু'মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হচ্ছে। এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন
  • অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন কীভাবে?
  • উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের পরে ছাত্র-ছাত্রীদের -তে যেতে হবে।
  • West Bengal Council of Higher Secondary Education Examination Results- 2025' দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
  • রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখাবে।

  • উচ্চমাধ্যমিকে মোট কত নম্বরের পরীক্ষা হয়?

    ছ'টি বিষয় থাকে। ৫০০ নম্বরের পরীক্ষা হয়। দুটি ভাষা ও বাকি তিনটি সেরা বিষয়ের নম্বর যোগ করা হয়।

  • উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কোথা থেকে দেখবেন?

    হিন্দুস্তান টাইমস বাংলা (pbvcasino.com)।

  • কবে সেমেস্টার ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে?

    ২০২৬ সাল থেকে সেমেস্টার ভিত্তিতে উচ্চমাꦗধ্যমিক পরীক্ষা শুরু হবে।

  • উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজক কারা?

    উচ্চমাধ্যমি🔴ক শিক্ষা𓂃 সংসদ আয়োজন করে উচ্চমাধ্যমিক পরীক্ষার।

caco88