বিগত কয়েকমাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আর শুধু ꦆতাই নয়, দুই দেশের বাসিন্দারাও কখনও নিজের দেশের হয়ে গলা চড়াতে গিয়ে শালীনতার মাত্রা ছড়াচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 🍰একটি ভিডিয়ো। যা মূলত শেয়ার করা হয়েছে বাংলাদেশেরই এক সংবাদমাধ্যমের তরফে। সেখানে দেখা যায়, এক সাংবাদিক বৈঠকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে কলকাতা নিয়ে প্রশ্ন করার সময় এক সাংবাদিক ব্যবহার করেন ‘কৃপণ’ কথাটা। আর তাতে বেশ বিরক্ত হন অভিনেতা।
‘কলকাতাকে কৃপণ বলায় সাংবাদিককে ভদ্রতা শেখালেন অপূর্ব’ ক্যাপশনে শেয়ার হওয়া সেই ভিডিয়োতে দেখা যায় অপূর্ব মাঝপথেই প্রশ্ন থামিয়ে দিচ্ছেন সেই সাংবাদিকের। বাংলাদেশী সাংবাদিক বলেন, ‘আমরা শুনেছি কলকাতার মানুষ কৃপণ…’ । তাতে থামিয়ে দিয়ে অভিনেতা বলে ওঠেন, ꦰ‘আপনি প্রশ্নটাই করেছেন নেতিবাচকভাবে। কাওকে ছোট করে কথ♕া বলবেননা ভাই। এটা ভদ্রতা নয়। আমি আসলে ওই ধরনের শিল্পী না যে আপনি আমার সামনে হট করে একথা কথা বলে, অবাঞ্ছিত পরিস্থিতি… এরকম প্রশ্ন করবেন না। একজন ভদ্র মানুষ হিসেবে, যে শিক্ষা আমার পরিবার আমাদের দিয়েছে, কখনো কাওকে ছোট করতে নেই।’ এরপর শোনা যায়, বারংবার ক্ষমা চাইছেন ওই সাংবাদিক প্রকাশ্যেই।
আরও পড়ুন: ১০ দিনে ꩲ৯ কোটি! দেব-গর্জনে থরহরি কম্প বক্স অফিস, গতি বাড়ল সন্তানের, কার আয় কত
অপূর্বর এই সাক্ষাৎকারের ক্লিপিংস রীতিমতো ভাইরাল তারপর। ভারতীয় বিভিন্ন পেজ থেকে শেয়ার করেও অভিনেতার রুচিব🌊োধের প্রশংসা করা হয়েছে। যেভাবে নিজের দেশে দাঁ🦩ড়িয়েও তিনি ভারতের সম্মান রক্ষা করেছেন, তাতে রীতিমতো মুগ্ধ এপার বাংলার মানুষেরা।
আরও পড়ুন:🌱 ১ বছর সিরিয়ালে কাজ নেই, মন দেন ভ্লগে! জলসার ‘চিরসখায়’ ফিরলেন ছোট পর্দার ‘কৃষ্ণ’
বাংলাদেশের নাটকের বেশ জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। প্রতিম ডি গুপ্তার বড়দিনে মুক্তিপ্রা🔯প্ত ছবি ‘চালচিত্র’তে অভিনয় করেছেন সম্প্রতি। যদিও দু দেশের মধ্যেকার উত্তপ্ত পরিস্থিতির কারণে থাকতে পারেননি মুক্তির দিন কলকাতায়। ছবিটা দেখাও হয়নি তাঁর এখনো সেই কারণে। তবে তাঁর অভিনয় যে প্রশংসা পাচ্ছে সেই খবর পৌঁছে গিয়েছে কানে।
আরও পড়ুন: হাত ছেড়েছে🍷ন শাহরুখ খ☂ান, ধরলেন এসে শাহিদ! সুজয় ঘোষের পরের ছবির নায়ক কি তিনিই
🍷এই সাক্ষাৎকারেরই একটা অংশে অপূর্বকে বেশ অমায়িকভাবে বলতে শোনা যায়, ‘চালচিত্র দেখতে পারিনি। ডাবিংয়ের সময় যতটুকু দেখা। খুব 🐲ভালো রেসপন্স আসছে। বেশ ভালোই লেগেছে নাকি। বলছে একটু আধটু ভালোই হয়েছে আমার অভিনয়।’