কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন গায়িকা দেবলীনা নন্দী। সেই থেকেই লাগাতার তাঁর আক্রমণের শিকার হতে হয়েছে। গায়িকা তাঁর বিয়ের ব্লগ বানানোর পর নান💞া রকম নেতিবাচক মন্তব্যের শিকার হন। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গে তাঁর বর, প্রবাহের ক্লাস নিল নেটপাড়া। তাঁর শব্দচয়ন দেখে করে কটাক্ষও। এবার জবাবে কী বল💖লেন গায়িকা?
কী ঘটেছে?
কিছুদিন আগে দেবলীনা সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের অন্যান্য ব্লগের মতো একটি ব্লগ পোস্ট করেছিলেন। সেখানেই তাঁর স্বামী প্রবাহকে তাঁদের বাড়ির পরিচারিকাকে কা🧜লী কেলটি বলতে শোনা যায়। এভাবে গায়ের রং নিয়েꦍ বিদ্রুপ করায় বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখেনি নেটপাড়া। তারা রীতিমত কটাক্ষ করে। এবার সেটার জবাব দিলেন দেবলীনা।
এদিন ফেসবুকের পাতায় একটি পোস্ট করে দেবলীনা জানান তাঁর বরের সঙ্গে তাঁদের বাড়ির সমস্ত পরিচারিকা, পরিচালকদের সম্পর্ক এমনি। তাঁরা দীর্ঘদিন সেখানে 👍কাজ করছেন, প্রবাহকে ছোট থেকে দেখছেন। তাঁদের রসায়ন এমনি। তাই না জেনে মন্তব্য করা ঠিক নয়।
এরপর তিনি প্রমাণ হিসেবে যে পরিচারিকাকে
প্রবাহ কথাগুলো বলেছে তাঁকে ডাকেন দেবলীনা। সেই মহিলাও ক্যামেরার সামনে এসে তাঁর তাঁকে এভাবেই ডাকেন, এভাবেই কথা ব♔লেন 'বড়বাবু'। বরং এমন ভাবে না ডাকলে, কথা না বললে তাঁর মনে হয় বুঝি প্রবাহের মন খারাপ, বা রেগে আছে। এদিন তিনি আরও বলেন, 'উনি খুব মিশুকে মানুষ। লꦅোহাওয়ালা, টিনওয়ালা সবার সঙ্গে ডেকে কথা বলেন। কারও সঙ্গে খারাপ ব্যবহার করেন না। তাই ওঁকে কেউ অমন বলবেন না।'
আরও পড়ুন: বিনোদিনীতে গিরীশ চন্দ্র ঘ🦂োষ হয়ে আস♛ছেন কৌশিক! 'রাঙাবাবু' হয়ে রুক্মিণীর পাশে থাকবেন কে?
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন দেবলীনার এই পোস্টে লেখেন, 'দেখুন গোপন রাখলে সেটা সত্যি ব্যক্তিগত হয় কিন্তু আপনি যখন সেটাকে সবার🌼 কাছে নিজেই open করে দিচ্ছেন সেটা কি তখন আর ব্যক্তিগত থাকে? আর যেটা পাবলিক হয়ে যায় তখন সেটা নিয়ে ভালো খারাপ দুটো আলোচনাই হয়ে থাকে কারণ ভালো মন্দ সব মানুষই থাকে।' আরেকজন লেখেন, 'আপনি সবই সোশ্যাল মিডিয়ায় এসে পাবলিক করে দিচ্ছেন, আর পাবলিক আপনাকে রোস্ট করবে না? এটা হতে পারে না। পাবলিক তো আপনাকে গালাগালি দিচ্ছে না,♊ দিলে সেটা অপরাধ হিসেবে পরিগণিত হত। ভদ্র ভাবে যদি কেউ আপনাকে সমালোচনা করে, সেটা আপনাকে সহ্য করতে হবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি ভালো থাকুন। প্রবাহের জীবনে আপনার জীবনটা প্রবাহমান করুন। মন খুলে হাসুন।'