সম্প্রতি কামারহাটিতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে ⛎গেল। সেখানেই উপস্থিত ছিলেন মদন দা। তবে সকলকে চমকে দিয়ে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল জনপ্রিয় রাজু দার পরোটার রাজু দাকে। এদিন তেমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে।
কী ঘটেছে?
এদিন দেখা যাচ্ছে রক্তদান শিবিরের মঞ্চে অনেকেই উপস্থিত আছেন। তবে মধ্যমণি কিন্তু দুজন, মদন মিত্র এবং জনপ্রিয় রাজু দা পরোটার রাজু দা। রাজু দাকে এদিন একট🃏ি সবুজ সোয়েটার এবং জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। তাঁকে🐻 যে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়েছে সেটাও তাঁর গলায় থাকা উত্তরীয় জানান দিচ্ছে। আর তাঁর ঠিক পাশে দাঁড়িয়ে আছেন মদন মিত্র। গম্ভীর হয়ে তিনি শুনছেন রাজু দার কথা।
কী বলছেন রাজু দা? তাঁর দৈনন্দিন জীবনের ব্যবসায়িক সংলাপ। রাজু দাকে এদিন বলতে শোনা যায়, 'এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র ৩♌০ টাকা। এতে ট্রেনের টিকিট হবে না।' তিনি এদিন মদন মিত্রকে ধন্👍যবাদ জানান।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটা রক্তদান শিবির না ট্রেন বোঝলাম না।সমাজ ব্যবস্থা। মানুষের রুচিবোধ কোথায়?' আরেকজন লেখেন, 'রক্তদান শিবিরে এই সমস্ত ব্যক্তিদের নিয়ে এসে নিজেদের সম্মান নষ্ট করা ছাড়া আর কিছু না।' তৃতী♈য় ব্যক্তি লেখেন, 'রাজ্যটাকে জোকারের রাজ্যে পরিনত করেছে।'
বলꦫাই বাহুল্য এই সোশ্যাল মিডিয়ার যুগে ফুড ব্লগারদের দৌলতে আরও অন্যান্য অনেক দোকানের মতো তাঁর দোকানও দারুণ জনপ্রিয় হয়েছে। একই সঙ্গে তাঁর লড়াইয়ের গল্পও। আর এই জনপ্রিয়তার হাত ধরে কখনও তাঁকে মদন মিত্রের পাশে কখনও আবার হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে কাজ পেতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: সাড়ে ৪ বছর পার, ই𓄧রফানের মৃত্যুশোকে আচ্ছন্ন হয𒀰়েই স্বামীকে নিয়ে বই লিখছেন সুতপা! সিনেমাও বানাবেন?
আরও পড়ুন: হিমাচলের মাঠে-ঘাটে কাজ করা মহি🦩লারা তাঁর, বা প্রীতি-ইয়ামিদের মতোই সুন্দরী, দাবি কঙ্গনার!
এদিন রাজু দা আরও একটি ভিডিয়োতে জানিয়েছেন, 'আজকে যাচ্ছি এক জায়গায় ইনভাইট (নিমন্ত্রণ) আছেဣ। ওয়েব সিরিজের, ওখানে যাচ্ছি। তো খুব তা♈ড়াতাড়ি এটা দেখতে পারবে হইচইতে।'