💦 বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়া ট্যুরে ছেলে মেয়েকে নিয়ে সঙ্গী হয়েছেন অনুষ্কা শর্মাও। তাঁদের সেখানে বিভিন্ন সময় একান্তে সময় কাটাতে, ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এদিন মাঠে যখন কোহলি তোদের বাপ স্লোগান উঠল তখন সেটা শুনে নিজেকে সাম༺লাতে করলেন না অনুষ্কা শর্মা। কী করে বসলেন?
কী ঘটেছে?
এদিন ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে বিদেশের মাটিতে তাঁর মাঠ কাঁপছে কোহলির জয়গানে। মেলবোর্নে এদিন মাঠে ওঠে 'কোহলি তোদের বাপ' স্লোগান। আর সেই স্লোগান শুনে নিজেকে আর সামলে রাখতে পারলেন না তাঁর বেটার হাফ অনুষ্কা শর্মা। হেসে গড়িয়ে পড়েন। তবে এক্সপ্রেশন দেখে বেশ বোঝা𝓰 যেতে থাকে যে তিনি দারুণ মজা পেয়েছেন এই নতুন স্লোগানে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে যেখানে অভিনেত্রী বসে সেদিকে তাকিয়ে জনগণ কোহলি তোদে🅷র বাপ স্লোগান তুলছে বারবার। আর স্ট্যান্ডে বসে হাসছেন অনুষ্কার। ভাইরাল ভিডিয়োর ক্যাপশনে পোস্টদাতা লেখেন, 'অনুষ্কা যেখানে স্ট্যান্ডে বসে ছিল ওখানে ভারতীয়রা উঠে দাঁড়িয়ে কোহলি তোদের বাপ স্লোগান দিতে শুরু করে। সেটা শুনে অনুষ্কা হাসছেন।'
তবে এই বিষয়ে এও জানিয়ে রাখা ভালো, বিরাট কোহলি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্𝔍ধে চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিনে অফ স্টাম্পে বল মারতে গিয়ে আউট হন তখন খুবই হতাশ দেখায় অনুষ্কা শর্মাকে❀।
আরও পড়ুন: ভোজপুরির ඣসঙ্গে বাঙালি পঞ্জাবি গানে মত্ত! ক্ষুব্ধ রানা সরকার লিখলেন, 'বাংলা গানের কি অভাব?'
অস্ট্রেলিয়ায় বড়দিন উদযাপন বিরাট এবং অনুষ্কার
মেলবোর্নের বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে অনুষ্কা শর্মা এবং বিরাটকে মেলবোর্নে একান্তে সময় কাটাতে দেখা গেল। বুধবার তাঁরা দুজন মিলে শহর ঘুরতে বেরিয়ে পরেছিলেন। এদিন তাঁরা ম𒁃েলবোর্ন ক্যাফেতে গিয়ে ক্রিসমাস স্পেশ্যাল ব্রেকফাস্ট সারেন। তাঁদের বড়দিন উদযাপনের ছবি এবং ভিডিয়ো বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে কালো টিশার্ট এবং খয়েরি প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিরাট পরেছিলেন কালো টিশার্ট এবং জিন্স। মেলবোর্ন শহরটা ঘুরে এদিন তাঁরা দুজন মিলে একটি স্থানীয় ক্যাফেতে গিয়েছিলেন ব্রেকফাস্ট সারতে। সেই ক্যাফের তরফে এদিন বিরাট কোহলিকে ধন্যবাদ জানানো হয় তাঁদের ওখানে খাবার খাওয়ার জন্য। শেফ বিরাটের সঙ্গে ছবি তোলেন।